বাংলা নিউজ > ময়দান > Babar Azam: 'বড় রান করতে উদগ্রীব', ভারতে বিশ্বকাপ খেলতে আসা প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাবরের

Babar Azam: 'বড় রান করতে উদগ্রীব', ভারতে বিশ্বকাপ খেলতে আসা প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বাবরের

বাবর আজম (AFP)

পিসিবির তরফে এই ঘটনার পরপরেই রীতিমতো বিবৃতি দিয়ে জানানো হয়েছিল এই বছরের শেষে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান। এবার সেই বিষয়টি নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

শুভব্রত মুখার্জি: ভারত, পাকিস্তানের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে এসে পৌঁছেছে। এশিয়া কাপের ভেন্যু পরিবর্তন নিয়ে সেই সম্পর্ক এই মুহূর্তে অত্যন্ত খারাপ। পিসিবির তরফে এই ঘটনার পরপরেই রীতিমতো বিবৃতি দিয়ে জানানো হয়েছিল এই বছরের শেষে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করতে পারে পাকিস্তান। এবার সেই বিষয়টি নিয়েই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। চলতি পিএসএলে পেশোয়ার জালমির নেতৃত্ব দিচ্ছেন তিনি। তার মাঝেই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতে, পাকিস্তানের খেলতে আসা নিয়ে পরোক্ষে মন্তব্য করেছেন বাবর আজম।

পাক সংবাদ মাধ্যম জিও নিউজের সঙ্গে এক আলাপচারিতায় বাবর আজম জানিয়েছেন, 'ভারতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে আমরা ভীষণরকমভাবে ফোকাস রয়েছি। টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করতে আমরা মুখিয়ে রয়েছি। আমি বড় রান করতেও উদগ্রীব। আমি এবং মহম্মদ রিজওয়ান দলের হয়ে ভালো শুরু করতে বদ্ধপরিকর। ওপেনিংয়ে আমাদের জুটিটা খুব ভালো। তবে এটা বলার পাশাপাশি এটাও বলব যে প্রতি ম্যাচেই আমাদের পক্ষে রান করাটা হয়ত সম্ভব নয়। আর এই কারণেই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে দুজন ক্রিকেটারের উপর গোটা দল নির্ভর না করে সকলের উপর নির্ভর করুক।'

পাশাপাশি বাবর আজম জানিয়েছেন 'তবে এটা বলার পাশাপাশি এটাও বলব আমাদের দলে একাধিক ভালো ক্রিকেটার রয়েছেন। যারা মাঠে নেমে দলের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারে।' ভারত শেষবার পাকিস্তান গিয়েছিল ২০০৮ সালে। সেবার এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় দল। সেবার ফাইনালে উঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারতীয় দল। পাকিস্তান শেষবার ভারত সফরে এসেছিল ২০১২-১৩ সালে। সেটাই ছিল দুই দেশের শেষ দ্বিপাক্ষিক সিরিজ। এরপর দুই দেশ আইসিসির ইভেন্ট ছাড়া আর কোনও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়নি। এই মুহূর্তে ওয়ানডে ফর্ম্যাটে ব্যাটারদের মধ্যে আবার শীর্ষে রয়েছেন তিনি। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে অবশ্য পাকিস্তানও কোনও আইসিসি ট্রফি জেতেনি। ফলে তারাও মুখিয়ে থাকবে আইসিসি ট্রফি জিততে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন