প্রথমে বল হাতে সৌরভ কুমার, নভদীপ সাইনি, মুকেশ কুমারদের দাপটে একেবারে ল্যাজেগোবরে হাল হয় বাংলাদেশ এ টিমের ব্যাটারদের। তার পরে বাংলাদেশ দলের বোলারদের শাসন করেন যশস্বী জয়সওয়াল এবং অভিমন্যু ঈশ্বরন। যার জেরে প্রথম দিনের শেষে ভালো জায়গায় রয়েছে টিম ইন্ডিয়ার এ দল।
ভারত এ বনাম বাংলাদেশ এ-র মধ্যে চার দিনের ম্যাচ চলছে। প্রথম ম্যাচের শুরুর দিনে লাঞ্চে যাওয়ার আগেই ৫৬ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশ এ দলের। আর তার পর ১১২ রানে অলআউট হয়ে যায় তারা। এর পর যশস্বী এবং অভিমন্যু মিলে ভারতের এ দলের স্কোর বিনা উইকেটে ১০০ পার করে যায়। দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ভারতের স্কোর ১২০ রান। ভারতের দুই ওপেনারই হাফ সেঞ্চুরি করে ফেলেছেন।
আরও পড়ুন: পন্তের ODI গড় ৩০,স্যামসনের ৬০- সাদা বলে ক্রিকেটে সঞ্জুর হয়ে সরব কিউয়ি প্রাক্তনী
কক্সবাজারের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে চার দিনের ম্যাচে টস জিতে বাংলাদেশের এ দলকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরন। বাংলাদেশ এ দল কিন্তু যথেষ্ট শক্তিশালী। অন্য দিকে ভারত মূলত তরুণ ব্রিগেডদের নিয়ে ইন্ডিয়া এ দল তৈরি করেছে। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের পাশাপাশি যশস্বী জয়সওয়াল, যশ ধূল, সরফরাজ খান, তিলক বর্মা, উপেন্দ্র যাদব, জয়ন্ত যাদব, সৌরভ কুমার, আতিত শেঠ, নভদীপ সাইনি ও মুকেশ কুমার ইন্ডিয়া-এ দলের হয়ে খেলছেন।
এ দিন প্রথমে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের দাপটেই ৪৫ ওভারে ১১২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। মাত্র ২৬ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ১, জাকির হাসান ০, নাজমুল হোসেন শান্ত ১৯, মোমিনুল হক ৪ এবং অধিনায়ক মহম্মদ মিঠুন ০ করে সাজঘরে ফিরে যান।
আরও পড়ুন: স্টেডিয়ামে ছাদ থাকলে ভালো হত- বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ায় চূড়ান্ত বিরক্ত শুভমন
সেই বিপর্যয় থেকে দলকে উদ্ধার করেন মোসাদ্দেক হোসেন। সাত নম্বরে নেমে ৬৩ রানের এক লড়াকু ইনিংস খেলেন তারকা অলরাউন্ডার। এই ইনিংসে রয়েছে ৬টি চার এবং ৩টি ছক্কা। বাকিদের অবস্থা তথৈবচ। ১১২ রানেই খেল খতম বাংলাদেশের। ভারতীয় বোলারদের মধ্যে সৌরভ কুমার ২৩ রানে নেন ৪ উইকেট। নভদীপ সাইনি ২১ রানে নেন ৩ উইকেট। ২৫ রানে ২ উইকেট নিয়েছেন মুকেশ কুমার। অতীত শেঠ ১ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে যশস্বী এবং অভিমন্যু ১২০ রান করে ফেলেছে। ১০৬ বলে ৬১ করে অপরাজিত রয়েছেন যশস্বী এবং ১১১ বলে ৫৩ করে অপরাজিত রয়েছেন ভারতের এ দলের অধিনায়ক অভিমন্যু। ৩৬ ওভারে দিনে শেষে ১২০ রান ভারতীয় এ দলের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।