বাংলা নিউজ > ময়দান > BAN vs AFG: ল্যাজেগোবরে বাংলাদেশ, আফগানিস্তানের কাছে গোহারান হার শাকিবদের
ক্রিজে এলেন আর গেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ছবি- টুইটার (@ACBofficials)।

BAN vs AFG: ল্যাজেগোবরে বাংলাদেশ, আফগানিস্তানের কাছে গোহারান হার শাকিবদের

Bangladesh vs Afghanistan ICC T20 World Cup 2022 Warm-up Live Score: রশিদ খানের বোলিং সামলাতে হয়নি। বোলিং কোটা পূর্ণ করেননি মুজিব-নবিরাও, তা সত্ত্বেও আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ১০০ রানের গণ্ডি টপকাতে পারেনি বাংলাদেশ।

টেস্ট খেলিয়ে দেশ হলেও অস্ট্রেলিয়ার মাটিতে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল না বাংলাদেশ ও আফগানিস্তানের। বিশ্বকাপের লড়াইয়ের আগে দুই প্রতিবেশী দেশ একে অপরের বিরুদ্ধে গা ঘামিয়ে নিতে মাঠে নামে ব্রিসবেনে। সম্মুখসমরে শাকিব আল হাসানদের দুরমুশ করেন মহম্মদ নবিরা।

17 Oct 2022, 04:49:09 PM IST

গোহারান হার শাকিবদের

আফগানিস্তানের ৭ উইকেটে ১৬০ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৯৮ রানে আটকে যায়। ৬২ রানের বড় ব্যবধানে হারতে হয় শাকিবদের। ফরিদের শেষ ওভারে ২টি চার মারেন মুস্তাফিজুর। তিনি ১৭ বলে ১০ রান করে নট-আউট থাকেন। ১ রান করেন হাসান মাহমুদ। ফরিদ ৪২ রানে ২টি উইকেট নেন।

17 Oct 2022, 04:41:43 PM IST

মোসাদ্দেক আউট

১৮.৬ ওভারে মহম্মদ নবির বলে কাইসের হাতে ধরা পড়েন মোসাদ্দেক হোসেন। ২৯ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলাদেশ ৮৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হাসান মাহমুদ। মুস্তাফিজুর ১ রানে ব্যাট করছেন। নবি ৩ ওভারে ১১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

17 Oct 2022, 04:36:55 PM IST

১০০ টপকাতে পারবে তো বাংলাদেশ?

১৮ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৭৯ রান। মোসাদ্দেক ২৮ বলে ২২ রান করেছেন। মুস্তাফিজুর ১২ বল খেলেও খাতা খুলতে পারেননি। কাইস আহমেদ ৩ ওভারে মাত্র ৪ রান খরচ করেছেন।

17 Oct 2022, 04:31:20 PM IST

ব্যাট চালাচ্ছেন মোসাদ্দেক

১৬তম ওভারে আজমতউল্লার বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন মোসাদ্দেক। ওভারে মোট ১২ রান ওঠে। ১৬ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৭৬ রান। মোসাদ্দেক ১৯ বলে ১৯ রান করেছেন। ৯ বল খেলেও এখনও খাতা খোলেননি মুস্তাফিজুর রহমান।

17 Oct 2022, 04:21:57 PM IST

রান-আউট তাস্কিন

১৩.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন তাস্কিন আহমেদ। ৮ উইকেট হারাল বাংলাদেশ। ব্যাট করতে নামেন মুস্তাফিজুর রহমান। ১৪ ওভার শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ৬৩ রান। মোসাদ্দেক ৭ রানে ব্যাট করছেন।

17 Oct 2022, 04:17:00 PM IST

৫০ টপকাল বাংলাদেশ

১২তম ওভারে কোনও রকমে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁল বাংলাদেশ। ১২ ওভার শেষে তাদের স্কোর ৭ উইকেটে ৫০ রান। মোসাদ্দেক ১ ও তাস্কিন ২ রানে ব্যাট করছেন। কাইস ২ ওভারে মাত্র ৩ রান খরচ করেছেন।

17 Oct 2022, 04:11:18 PM IST

মেহেদিকে ফেরালেন নবীন

১০.২ ওভারে নবীন উল হকের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মেহেদি হাসান মিরাজ। ৩১ বলে ১৬ রান করেন তিনি। বাংলাদেশ ৪৭ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন তাস্কিন। ১১ ওভারে বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ৪৮ রান। নবীন ১ ওভারে ১ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

17 Oct 2022, 04:08:13 PM IST

ফরিদের দ্বিতীয় শিকার নুরুল

৮.৬ ওভারে ফরিদের বলে আজমতউল্লাহর হাতে ধরা পড়েন নুরুল। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮ বলে ১৩ রান করেন তিনি। বাংলাদেশ ৪৬ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মোসাদ্দেক হোসেন। ফরিদ ৩ ওভারে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

17 Oct 2022, 03:50:52 PM IST

ইয়াসিরকে ফেরালেন ফরিদ

পাওয়ার প্লে-র ৬ ওভারে বাংলাদেশ ৪ উইকেটে ২৮ রান সংগ্রহ করে। তবে পাওয়ার প্লে-র ঠিক পরেই চারা ইয়াসির আলির উইকেট হারিয়ে বসে। ৬.১ ওভারে ইয়াসিরের উইকেট তুলে নেন ফরিদ। নাজিবউল্লাহর হাতে ধরা পড়েন তিনি। খাতা খুলতে পারেননি ইয়াসির। বাংলাদেশ ২৮ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে। ব্যাট করতে নামেন নুরুল হাসান। ৭ ওভারে বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ৩২ রান। ফরিদ ২ ওভারে ১৭ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। অষ্টম ওভারে কোনও রান দেননি মুজিব। সুতরাং ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৩২ রান। মুজিব ৩ ওভারে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

17 Oct 2022, 03:41:19 PM IST

পরপর ২ বলে আউট শাকিব ও আফিফ

৪.৫ ওভারে শাকিব আল হাসানকে বোল্ড করেন ফজলহক ফারুকি। পরের বলে আফিফ হোসেনকে এলবিডব্লিউ-র ফাঁদে জড়ান তিনি। শাকিব ৪ বলে ১ রান করেন। ১ বল খেলে খাতা খুলতে পারেননি আফিফ। বাংলাদেশ ২৬ রানে ৪ উইকেট হারায়। ৮ রানে ব্যাট করছেন মেহেদি। ফারুকি ৩ ওভারে ৯ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন।

17 Oct 2022, 03:34:24 PM IST

সৌম্য সরকার আউট

৩.৬ ওভারে মুজিব উর রহমানের বলে সৌম্য সরকারকে স্টাম্প আউট করেন রহমানউল্লাহ গুরবাজ। ৪ বলে ১ রান করেন সৌম্য। বাংলাদেশ ২৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাকিব আল হাসান। মুজিব ১ ওভারে ৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

17 Oct 2022, 03:31:41 PM IST

নাজমুল আউট

২.৬ ওভারে ফজলহক ফারুকির বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। ৯ বলে ১২ রান করেন তিনি। বাংলাদেশ ১৯ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সৌম্য সরকার। ফারুকি ২ ওভারে ৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন।

17 Oct 2022, 03:24:33 PM IST

আগ্রাসী শুরু বাংলাদেশের

মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। বোলিং শুরু করেন ফজলহক ফারুকি। প্রথম ওভারে ৫ রান ওঠে। দ্বিতীয় ওভারে ফরিদ আহমেদের বলে ১টি চার মারেন মেহেদি। ২টি চার মারেন নাজমুল। ওভারে ১৩ রান ওঠে। ২ ওভার শেষে বাংলাদেশের স্কোর বিনা উইকেটে ১৮ রান। নাজমুল ১২ রানে ব্যাট করছেন।

17 Oct 2022, 02:58:20 PM IST

লড়াইয়ের রসদ পেল আফগানিস্তান 

তাস্কিনের শেষ ওভারে জোড়া ছক্কা মারেন মহম্মদ নবি। আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬০ রান তোলে। সুতরাং, জয়ের জন্য বাংলাদেশের দরকার ১৬১ রান। নবি ১৭ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। তিনি ১টি চার ও ৫টি ছক্কা মারেন। তাস্কিন ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন।

17 Oct 2022, 02:55:25 PM IST

আজমতকে ফেরালেন তাস্কিন

১৯.১ ওভারে তাস্কিন আহমেদের বলে সৌম্য সরকারের হাতে ধরা পড়েন আজমতউল্লাহ। ২ বলে ১ রান করেন তিনি। আফগানিস্তান ১৪৬ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাইস আহমেদ।

17 Oct 2022, 02:51:14 PM IST

উসমান ঘানি আউট

১৮.১ ওভারে শাকিব আল হাসানের বলে মুস্তাফিজুর রহমানের হাতে ধরা পড়েন উসমান ঘানি। ৮ বলে ৭ রান করেন তিনি। মারেন ১টি চার। আফগানিস্তান ১২৭ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন আজমতউল্লাহ ওমরজাই। শাকিবের ওভারের শেষ ৩টি বলে ২টি ছক্কা ও ১টি চার মারেন নবি। ১৯ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৬ উইকেটে ১৪৬ রান। নবি ১৩ বলে ২৮ রান করেছেন। শাকিব ৪ ওভারে ২টি উইকেট নিলেও ৪৬ রান খরচ করেছেন।

17 Oct 2022, 02:44:10 PM IST

নাজিবউল্লাহ আউট

১৬.২ ওভারে হাসান মাহমুদের বলে শাকিবের হাতে ধরা পড়েন নাজিবউল্লাহ জাদরান। ৫ বলে ৫ রান করেন তিনি। আফগানিস্তান ১১৩ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন উসমান ঘানি। ১৭ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৫ উইকেটে ১১৮ রান। হাসান ৪ ওভারে ২৪ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

17 Oct 2022, 02:36:39 PM IST

হাফ-সেঞ্চুরি হাতছাড়া ইব্রাহিমের

১৪.৪ ওভারে হাসান মাহমুদের বলে ইয়াসির আলির হাতে ধরা পড়েন ইব্রাহিম জাদরান। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪৬ রান করে মাঠ ছাড়েন আফগান তারকা। আফগানিস্তান ১০৪ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মহম্মদ নবি। ১৫ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ৪ উইকেটে ১০৫ রান। হাসান ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

17 Oct 2022, 02:31:21 PM IST

রসুলিকে ফেরালেন তাস্কিন

১৩.৫ ওভারে ডারউইশ রসুলিকে বোল্ড করে সাজঘরের পথ দেখান তাস্কিন আহমেদ। ১২ বলে ১২ রান করে মাঠ ছাড়েন রসুলি। আফগানিস্তান ৯৮ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন নাজিবউল্লাহ জাদরান। ৪০ রানে ব্যাট করছেন ইব্রাহিম। তাস্কিন ৩ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

17 Oct 2022, 02:24:20 PM IST

রসুলিকে নিয়ে প্রতিরোধ গড়ছেন ইব্রাহিম

১২ ওভার শেষে আফগানিস্তানের স্কোর ২ উইকেটে ৮০ রান। ইব্রাহিম ২৬ বলে ২৭ রান করেছেন। ১০ বলে ৮ রান করেছেন ডারউইশ রসুলি। মুস্তাফিজুর ৩ ওভারে ২১ রান খরচ করেছেন।

17 Oct 2022, 02:11:34 PM IST

রহমানউল্লাহ আউট

৮.৫ ওভারে শাকিবের বলে আফিফের হাতে ধরা পড়েন রহমানউল্লাহ। ১৮ বলে ১০ রান করেন তিনি। ৯ ওভারে আফগানিস্তানের স্কোর ২ উইকেটে ৬২ রান। ইব্রাহিম ৩১ রানে ব্যাট করছেন। শাকিব ২ ওভারে ২০ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

17 Oct 2022, 02:07:28 PM IST

৫০ টপকাল আফগানিস্তান

অষ্টম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় আফগানিস্তান। ৮ ওভার শেষে আফগানদের স্কোর ১ উইকেটে ৫৩ রান। ১৬ বলে ২৪ রান করেছেম ইব্রাহিম। ১৬ বলে ৯ রান করেছেন রহমানউল্লাহ। মুস্তাফিজুর ২ ওভারে ১২ রান খরচ করেছেন।

17 Oct 2022, 02:00:29 PM IST

পাওয়ার প্লে-র খেলা শেষ

পাওয়ার প্লে-র ৬ ওভারে আফগানিস্তান ১ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে। শাকিব নিজের প্রথম ওভারে ১১ রান খরচ করেন। ইব্রাহিম ১২ বলে ১৭ রান করেছেন। শাকিবের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

17 Oct 2022, 01:53:06 PM IST

পআফগানিস্তানের প্রথম উইকেটের পতন

৩.১ ওভারে তাস্কিন আহমেদের বলে মোসাদ্দেকের হাতে ধরা পড়েন হজরতউল্লাহল জাজাই। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৬ বলে ১৫ রান করেন হজরতউল্লাহ। আফগানিস্তান ১৯ রানে ১ উইকেট হারায়। ৪ ওভার শেষে তাদের স্কোর ১ উইকেটে ২১ রান। তাস্কিন ২ ওভারে ৮ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন। রহমনউল্লাহ গুরবাজ ১ ও ইব্রাহিম জাদরান ১ রানে ব্যাট করছেন। হাসান মাহমুদ ২ ওভারে ১২ রান খরচ করেছেন।

17 Oct 2022, 01:53:06 PM IST

টস জিতল আফগানিস্তান

বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। সুতরাং, ব্রিসবেনে রান তাড়া করবে বাংলাদেশ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

গগৈদের ‘পুরনো’ ঘর! নয়া কাজিরাঙা কে বাজিমাত করবে? কার উপর সদয় হবেন ভোটাররা? IPL Points Table: SRH-কে হারিয়ে বিশেষ লাভ হল না RCB-র, সুবিধে হল KKR সহ অন্যদের ‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের গাজিয়াবাদ লোকসভা কেন্দ্র ২০২৪: ভিকে সিংকে ছেঁটে ফেললেও সহজ নয় বিজেপির পথ টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল আলিগড় লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে সব তথ্য গৌতমবুদ্ধ নগর লোকসভা কেন্দ্র ২০২৪: ভোটের ফ্যাক্টর, অতীতের ফলাফল - একনজরে ‘জিপ থেকে নামিয়ে দিয়েছে?’ কল্যাণের হাতে ‘অপমানিত’ কাঞ্চন! হেসেই ফেললেন পিঙ্কি 'কংগ্রেস কি লুঠ জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগিকে বাদ ভি', কোন ইস্য়ুতে তোপ মোদীর কোঝিকোড় লোকসভা কেন্দ্র ২০২৪: কংগ্রেস গড়ে বামেদের বড় চাল, একনজরে সব তথ্য

Latest IPL News

টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.