বাংলা নিউজ > ময়দান > BAN vs ENG: পচা শামুকে পা কাটল বিশ্বচ্যাম্পিনদের, বাংলাদেশের কাছে T20 সিরিজ হার বাটলারদের

BAN vs ENG: পচা শামুকে পা কাটল বিশ্বচ্যাম্পিনদের, বাংলাদেশের কাছে T20 সিরিজ হার বাটলারদের

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতল বাংলাদেশ। ছবি- রয়টার্স।

Bangladesh vs England: ব্যাট হাতে ডাহা ফেল শাকিব, মেহেদি হাসান মিরাজের অল-রাউন্ড পারফর্ম্যান্সে ভর করে বাজিমাত বাংলাদেশের।

গত টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে কোনওরকমে ২টি ম্যাচ জিততে সক্ষম হয় বাংলাদেশ। দুর্বল নেদারল্যান্ডস ও জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ জিতলেও বাংলাদেশ হার মানে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে। অন্যদিকে ইংল্যান্ড গত টি-২০ বিশ্বকাপে ছিল অপ্রতিরোধ্য। তারা একের পর এক বড় দলকে ধরাশায়ী করে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে।

চার মাসের মধ্যেই অবশ্য ভিন্ন ছবি চোখে পড়ল বাংলাদেশে। ঘরের মাঠে শাকিব আল হাসানরা পরপর দু'টি টি-২০ ম্যাচে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। সেদিক থেকে পচা শামুকে বাটলারদের পা কাটল বলা চলে। উল্লেখযোগ্য বিষয় হল, স্লো টার্নারে ফেলে ইংল্যান্ডকে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ তৈরি করেছে বাংলাদেশ।

সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে শাকিবদের ৭ বল বাকি থাকতে ৪ উইকেটে হারিয়ে দেন শাকিবরা। ফলে এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-২০ সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

আরও পড়ুন:- IND vs AUS: জুটিতে লুটি, ৯১ বছরে এই প্রথমবার টেস্টে এমন কৃতিত্ব দেখাল ভারত

রবিবার মীরপুরে টস জিতে ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ইংল্যান্ড ২০ ওভারে মাত্র ১১৭ রান তুলে অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ২৮ রান করেন বেন ডাকেট। ২৮ বলের ধীর ইনিংসে তিনি ২টি চার মারেন। এছাড়া ফিল সল্ট ২৫, ডেভিড মালান ৫, মইন আলি ১৫, জোস বাটলার ৪, স্যাম কারান ১২, ক্রিস জর্ডন ৩, রেহান আহমেদ ১১ ও আদিল রশিদ ১ রান করেন। খাতা খুলতে পারেননি ক্রিস ওকস ও জোফ্রা আর্চার।

মেহেদি হাসান মিরাজ ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। শাকিব আল হাসান ৩ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ১৯ রানে ১ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ২৭ রানে ১টি উইকেট দখল করেন তাস্কিন আহমেদ। হাসান মাহমুদ ১০ রান খরচ করে ১টি উইকেট পকেটে পোরেন।

আরও পড়ুন:- IND vs AUS: ৪০ বছর আগের গাভাসকরকে মনে করালেন কোহলি, একসঙ্গে এত মিল চমকে দেবে নিশ্চিত

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৮.৫ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১২০ রান তুলে ম্যাচ জিতে যায়। নাজমুল হোসেন শান্ত ৩টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। ১৬ বলে ২০ রান করেন মেহেদি হাসান। তিনি ২টি ছক্কা মারেন। ১৮ বলে ১৭ রান করেন তাওহিদ হৃদয়।

খাতা খুলতে পারেননি শাকিব আল হাসান। লিটন দাস ৯, রনি তালুকদার ৯, আফিফ হোসেন ২ ও তাস্কিন আহমেদ অপরাজিত ৮ রান করেন। ১৩ রানে ৩টি উইকেট নেন জোফ্রা আর্চার। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম্যান্সের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মেদেহি হাসান মিরাজ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন