কেএল রাহুলের খারাপ পারফরম্যান্সের ধারা অব্যাহত। শনিবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংসেও তিনি মাত্র ২ রানে আউট হয়ে যান। প্রথম ইনিংসে তিনি করেছিলেন ১০ রান। দুই ম্যাচের টেস্ট সিরিজে ডানহাতি ব্যাটসম্যান চার ইনিংসে ১৪.২৫ গড়ে মাত্র ৫৭ রান করেছেন। এর আগে ওয়ানডে-তে তিনি তিনটি ম্যাচে ৩১.৬৭ গড়ে মোট ৯৫ রান করেছিলেন। ২০২২ সালে বাংলাদেশ সফরে গিয়ে যে সাতটি ইনিংস রাহুল খেলেছেন, সেগুলি মিলিয়ে মাত্র ১৫২ রান সংগ্রহ করেছেন তিনি।
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে থেকে তার কম স্কোর এবং খারাপ পারফরম্যান্সের ধারা চলছে। তবু রাহুল আশ্চর্যজনক ভাবে খেলার তিনটি ফর্ম্যাটেই টিম ইন্ডিয়ার জন্য তাঁর জায়গা ধরে রেখেছেন। শনিবার আরও একবার রাহুল ব্যর্থ হলে, টুইটারে তাঁকে তীব্র ভাবে ট্রোলড করা হচ্ছে। তাঁকে নিয়ে কটাক্ষ চলছে। এর সঙ্গেই ৩০ বছরের তারকাকে তীব্র সমালোচনাও করা হচ্ছে।
আরও পড়ুন: ওর বয়স কত? চোখ খারাপ হয়েছে- বাজে শট খেলে আউট হওয়ায় শাকিবকে ধুইয়ে দিলেন গাভাসকর
একজন টুইটে লিখেছেন, ‘কেএল রাহুল একজন প্রতারক কিন্তু বিসিসিআই ম্যানেজমেন্ট/নির্বাচকরা আরও বড় প্রতারক... ওরা শুধু ওকে ফাইনালেই খেলাচ্ছে বলে নয়,... বরং ওকে অধিনায়কত্বও দিয়েছে। যারা এই টিমের থেকে বিশ্বকাপ আশা করছে, তাদের জন্য ২ মিনিট নীরবতা।’
আরও এক জন লিখেছেন, ‘শুধু দুর্বল দলের বিপক্ষে রান করার জন্য লোকেরা কেএল রাহুলের সমালোচনা করত। বাংলাদেশের বিপক্ষেও রান না করে, রাহুল সকলকে উপযুক্ত জবাব দিয়েছে।’ এক জন আবার খেপে গিয়ে লিখেছেন, ‘এমন কী কেএল রাহুলও জানেন না, কেন তিনি প্লেয়িং ইলেভেনে আছেন!!!’
একজন কটাক্ষ করে লিখেছেন, ‘একজন ক্রিকেট ভক্ত হিসেবে ভেবেছিলাম, প্রিয় দল হিসেবে আরসিবিকে বেছে নেওয়াটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এর পর আমি রাহুলের ভক্ত হয়ে গেলাম।’
এদিকে, তৃতীয় দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ৭/০ এই পরিস্থিতি থেকে ফের ব্যাট করতে নামে। শনিবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের বলে ৫ রান করে নাজমুল হোসেন আউট হয়ে যান। জাকির হাসান অবশ্য ৫১ করেন। জাকির ছাড়া বাংলাদেশের হয়ে ভালো খেলেছেন লিটন দাস। ৭৩ করেন লিটন। এ ছাড়া ৩১ করে রান করেছেন নুরুল হাসান এবং তাসকিন আহমেদ। ১৩ করেছেন শাকিব আল হাসান। এর বাইরে কেউ দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি। ২৩১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন: ভিডিয়ো: এবার জামাও খুলে ফেলো- খেপে লাল কোহলি ক্ষোভ উগরালেন বাংলাদেশ ব্যাটারের উপর
ভারতের অক্ষর প্যাটেল ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ। উমেশ যাদব, জয়দেব উনাদকাট ১টি করে উইকেট নিয়েছেন।
যাইহোক ভারতের জয়ের জন্য বাংলাদেশ ১৪৫ রানের লক্ষ্য রাখে। কিন্তু তৃতীয় দিনের শেষে ভারত ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে থাকে। শুভমন গিল (৭), চেতেশ্বর পূজারা (৬), বিরাট কোহলিকে (১) ফেরান মেহেদি হাসান। কেএল রাহুলকে (২) আউট করেন শাকিব আল হাসান। জিততে হলে ভারতকে চতুর্থ দিন করতে হবে ১০০ রান। আর বাংলাদেশের চাই ৬ উইকেট। জিতবে কারা?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।