বাংলা নিউজ > ময়দান > BAN vs IND 2nd Test: অষ্টম উইকেটে অপরাজিত ৭১ শ্রেয়স-অশ্বিনের, জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়

BAN vs IND 2nd Test: অষ্টম উইকেটে অপরাজিত ৭১ শ্রেয়স-অশ্বিনের, জায়গা করে নিলেন ইতিহাসের পাতায়

জয় ছিনিয়ে নিল শ্রেয়স-অশ্বিন।

পাহাড় প্রমাণ চাপের মুখে অনবদ্য ব্যাটিং করলেন রবিচন্দ্রন অশ্বিন- শ্রেয়স আইয়ার। শেষে মিরাজকে একই ওভারে একটি ছয় এবং দু’টি চার মেরে ভারতকে কাঙ্খিত জয় এনে দিলেন অশ্বিন।

২০২২ বড়দিন স্মরণীয় করে রাখলেন ভারতীয় ক্রিকেটের দুই তারকা রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রেয়স আইয়ার। অষ্টম উইকেটে তাঁদের অনবদ্য লড়াইয়ের হাত ধরেই ভারত দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নিয়েছে। সেই সঙ্গে অশ্বিন-শ্রেয়স মিলে জুটিতে গড়ে ফেলেছেন নজিরও।

রবিবার মীরপুর টেস্টের চতুর্থদিন ভারতের দরকার ছিল আরও ১০০ রান। ১৪৫ রান তাড়া করতে নেমে ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে থাকে ভারত। সেখান থেকে দলের হাল ধরেন অশ্বিন। তাঁকে যোগ্য সঙ্গত করেন শ্রেয়স আইয়ার। ৬২ বলে ৪২ রান করেন অশ্বিন। তাঁর এই ইনিংসে রয়েছে ৪টি চার, একটি ছয়। আর শ্রেয়স ৪৬ বলে ২৯ করে অপরাজিত থাকেন। তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে ওঠে ৭১ রান। সেই সঙ্গে রান তাড়া করতে নেমে অষ্টম উইকেট বা তাঁর নীচে অপরাজিত সর্বোচ্চ পার্টনারশিপের তালিকায় নাম লেখালেন শ্রেয়স-অশ্বিন জুটি। তারা এই তালিকায় তিনে জায়গা করে নিয়েছেন।

আরও পড়ুন: কোহলি যা করেছে, সেটা ভোলার নয়- মীরপুরে ঝামেলা নিয়ে বিরাটকেই একহাত নিলেন গাভাসকর

এর আগে ২০১৯ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডারহ্যামে শ্রীলঙ্কার কুশল পেরেরা-বিশ্ব ফার্নান্দো জুটি দশম উইকেটে অপরাজিত ৭৮ রানের পার্টনারশিপ করে। সেই বছরই আবার লিডসে দশম উইকেটে ইংল্যান্ডের বেন স্টোকস এবং জ্যাক লিচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ৭৬ রান করেছিলেন। এই তালিকায় অপরাজিত ৭১ করে তিন নম্বরে নাম লেখালেন শ্রেয়স-অশ্বিন।

আরও পড়ুন: আর একটা উইকেট নিলেই জিততাম, ভারতের বিরুদ্ধে হারের পর আফসোস শাকিবের

মীরপুরের স্পিন সহায়ক উইকেটে টানা স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে ভারতকে সমস্যায় ফেলে দিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। মেহেদি হাসান মিরাজ একাই ৫ উইকেট তুলে নেন। শাকিব নেনে ২ উইকেট। কিন্তু বাংলাদেশ অধিনায়ক জোরে বোলারদের আক্রমণে এনে ভুল করে ফেলেন। বাংলাদেশ অধিনায়কের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্রুত রান তুলে চাপ কাটিয়ে ফেলেন শ্রেয়স এবং অশ্বিন। পাহাড় প্রমাণ চাপের মুখে অনবদ্য ব্যাটিং করলেন তাঁরা। শেষে মিরাজকে একই ওভারে একটি ছয় এবং দু’টি চার মেরে ভারতকে কাঙ্খিত জয় এনে দিলেন অশ্বিন।

এই দুই তারকার সৌজন্যে দ্বিতীয় টেস্ট বাংলাদেশ টাইগারদের মুখের সামনে থেকে ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। মীরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ধুঁকছিল ভারত। বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, লোকেশ রাহুলদের ব্যাটিং ব্যর্থতা ভুলিয়ে দিল শ্রেয়স-অশ্বিন জুটি। ৩ উইকেটে মীরপুর জিতল ভারত। ২-০-তে সিরিজ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের জায়গা কিছুটা শক্ত করল ভারত।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'আমার মেয়ে একমাস…' জয়নগর কাণ্ডের পর প্রতিক্রিয়া সুদীপ্তার, ক্ষুব্ধ স্বস্তিকারা পুজো বন্ধ করলেই ‘বিপদ’ হয়, জঙ্গলমহলের এই গুহায় আজও হয় দুর্গাপুজো 'বিয়ের বয়স হয়েছে, ওরা আমার মেয়ে কি', খেপে মঞ্চ ছাড়ল ‘ধর্ম প্রচারক’ জাকির নায়েক ব্যাটারদের ব্যর্থতা, ইংল্যান্ডের বিরুদ্ধে জেতার সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ! ৪২ হাজারের মধ্যে সরকারি অনুদান প্রত্যাখ্যান মাত্র ৫৯টি পুজো কমিটির: রিপোর্ট ‘অনন্যার কেরিয়ারের সেরা কাজ…’, CTRL দেখে প্রশংসায় পঞ্চমুখ পরিচালক অনুরাগ কাশ্যপ স্তন ক্যানসার হওয়ার পর ১ম জন্মদিন, হিনার জন্য় বিশেষ চমক অনুরাগীদের, কী এল উপহারে সারেগামাপায় তৃপ্তির গোপন গুণের কথা ফাঁস রাজকুমারের! প্রমাণ দিতে কোন গান গাইলেন? IPL 2025-এ কি MI-এর নেতৃত্ব সামলাবেন সূর্যকুমার যাদব? কী ইঙ্গিত দিলেন ‘স্কাই’? ডাক্তারদের আমরণ অনশন, মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধনকে কটাক্ষ করে সুদীপ্তা লিখলেন…!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.