বাংলা নিউজ > ময়দান > BAN vs IND 2nd Test: ওর বয়স কত? চোখ খারাপ হয়েছে- বাজে শট খেলে আউট হওয়ায় শাকিবকে ধুইয়ে দিলেন গাভাসকর

BAN vs IND 2nd Test: ওর বয়স কত? চোখ খারাপ হয়েছে- বাজে শট খেলে আউট হওয়ায় শাকিবকে ধুইয়ে দিলেন গাভাসকর

শাকিবকে একেবারে ধুইয়ে দিলেন গাভাসকর।

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উমেশ যাদবের একটি পিচ আপ ডেলিভারিতে বল উপরে বল তুলে দেন শাকিব। চেতেশ্বর পূজারার সহজ ক্যাচ ধরেন। শাকিব ৩৯ বলে মাত্র ১৬ রান করেই সাজঘরে ফেরেন। আবার দ্বিতীয় ইনিংসে তিনি ৩৬ বলে ১৩ রান করে আউট হয়ে যান। জয়দেব উনাদকাটের একটি লেংথ বল সরাসরি কভারে শুভমান গিলের কাছে চিপ করেন।

মিরপুরে সিরিজের শেষ টেস্ট ম্যাচে ভারতের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ১৪৪ রানের লিড পায় বাংলাদেশ। তবে নুরুল হাসান এবং টেল-এন্ডার ব্যাটসম্যান তাসকিন আহমেদ শেষে লড়াই করে বাংলাদেশকে এই লিড পেতে সাহায্য করেন। ২ তারকাই ৩১ করে রান করেন। তবে তাসকিন অপরাজিত থেকে যান।

তার আগে লিটন দাস ৭৩ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছিলেন। আর জাকির হাসান ৫১ রান করেছিলেন। কিন্তু বাকিদের অবস্থা একেবারে তথৈবচ। ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং অধিনায়ক শাকিব আল হাসানের খেলার ধরনে রীতিমতো অসন্তুষ্ট ভারতের প্রাক্তন অধিনায়ক এবং কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর। বিশেষ করে বাংলাদেশ অধিনায়কের তিনি তীব্র সমালোচনা করেছেন।

দ্বিতীয় টেস্ট চলাকালীন সনি স্পোর্টসের সঙ্গে কথা বলার সময়ে গাভাসকর দুই ইনিংসেই শাকিবের পারফরম্যান্স এবং আউট হওয়ার ধরনের তীব্র সমালোচনা করেছেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে উমেশ যাদবের একটি পিচ আপ ডেলিভারিতে বল উপরে বল তুলে দেন শাকিব। চেতেশ্বর পূজারার সহজ ক্যাচ ধরেন। শাকিব ৩৯ বলে মাত্র ১৬ রান করেই সাজঘরে ফেরেন।

আরও পড়ুন: ভিডিয়ো: এবার জামাও খুলে ফেলো- খেপে লাল কোহলি ক্ষোভ উগরালেন বাংলাদেশ ব্যাটারের উপর

আবার দ্বিতীয় ইনিংসে তিনি ৩৬ বলে ১৩ রান করে আউট হয়ে যান। জয়দেব উনাদকাটের একটি লেংথ বল সরাসরি কভারে শুভমান গিলের কাছে চিপ করেন। সহজ ক্যাচ ধরে নেন শুভমন। আউট হয়ে যান শাকিব।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আতহার আলি খানের সঙ্গে কথোপকথনের সময়ে কিছুটা ক্ষিপ্ত হয়েই গাভাসকর বলেন, ‘শাকিবের বয়স কত? হয়তো ওর চোখ পরীক্ষা করা উচিত। ও খুব ভালো ব্যাটসম্যান, তবে দু'বার যে ভাবে আউট হয়েছে, আমি কোনও অসম্মান করছি না, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, তবে ওই বলগুলো ড্রাইভযোগ্য ছিল না। সেগুলি এমন কী ধীরগতির ডেলিভারিও ছিল না, সেগুলি সঠিক গতির ডেলিভারি ছিল।’

আরও পড়ুন: ধোনির পরবর্তী অধিনায়ক হিসেবে বেন স্টোকসকে ভাবছে CSK? রহস্য ভেদ করলেন রায়না

শনিবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন রবিচন্দ্রন অশ্বিনের বলে ৫ রান করে আউট হয়ে যান। জাকির হাসান অবশ্য ৫১ করেন। জাকির ছাড়া বাংলাদেশের হয়ে ভালো খেলেছেন লিটন দাস। ৭৩ করেন লিটন। এ ছাড়া ৩১ করে রান করেছেন নুরুল হাসান এবং তাসকিন আহমেদ। ১৩ করেছেন শাকিব আল হাসান। এর বাইরে কেউ দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি। ২৩১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।

ভারতের অক্ষর প্যাটেল ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ। উমেশ যাদব, জয়দেব উনাদকাট ১টি করে উইকেট নিয়েছেন।

যাইহোক ভারতের জয়ের জন্য বাংলাদেশ ১৪৫ রানের লক্ষ্য রাখে। কিন্তু তৃতীয় দিনের শেষে ভারত ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে থাকে। শুভমন গিল (৭), চেতেশ্বর পূজারা (৬), বিরাট কোহলিকে (১) ফেরান মেহেদি হাসান। কেএল রাহুলকে (২) আউট করেন শাকিব আল হাসান। জিততে হলে ভারতকে চতুর্থ দিন করতে হবে ১০০ রান। আর বাংলাদেশের চাই ৬ উইকেট। জিতবে কারা?

বন্ধ করুন