বিরাট কোহলি যখন ক্রিকেট মাঠে থাকেন, তখন তিনি সবচেয়ে আবেগপ্রবণ খেলোয়াড়দের মধ্যে একজন হয়ে ওঠেন। পাশাপাশি একজন অ্যাথলেটিক ফিল্ডার হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে, যিনি মাঠে নিজের সবটা উজাড় করে দেন। তবে ঢাকায় দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনটা কোহলির মোটেও ভালো কাটেনি। ব্যাট হাতে তো ব্যর্থ হয়েছেনই। সেই সঙ্গে এক-আধটা নয়, তিনখানা ক্যাচ মিস করে বসে আছেন কোহলি। মাটিতে ড্রপ করে বল ধরে ক্যাচের আবেদন করেছেন। এই ক্যাচ মিস কোহলির মতো ফিট এবং ভালো ফিল্ডারের থেকে একেবারেই আশা করা যায় না।
আরও পড়ুন: ভাই এ বার তুই বিদায় হ- কেএল রাহুলকে বললেন নেটিজেনরা
আর কোহলির এই ক্যাচ মিস নিয়ে সোশ্যাল মিডিয়া তীব্র সমালোচনা করেছে। নেটপাড়া কোহলিকে একেবারে ধুইয়ে দিয়েছে। তৃতীয় দিনে ভারতের বিপক্ষে বাংলাদেশ ১৪৪ রানের লিড পায়। তবে কোহলি ক্যাচগুলো মিস না করলে, বাংলাদেশ অনেক আগেই গুটিয়ে যেতে পারত।
কোহলি প্রথম স্লিপে ফিল্ডিং করছিলেন, যখন তিনি প্রথম একটি ক্যাচ মিস করেন। অক্ষর প্যাটেলের ওভারে তিনি বাঁ-দিকে ঝাঁপিয়েও ক্যাচ মিস করেন। এর কিছুক্ষণ পরে তিনি আর একটি সুযোগ পেয়েছিলেন। তিনি ক্যাচটি ধরার জন্য বাঁ-দিকে কিছুটা এগিয়েও যান। তবে বলটি ঋষভ পন্ত এবং কোহলির মাঝখানে চলে আসে। কিন্তু ক্যাচটি কেউই ধরতে পারেননি। প্রথম দু'টি ক্যাচ ছিল লিটন দাসের এবং ৪৪তম ওভারের দ্বিতীয় ও চতুর্থ বলে। সেই লিটনই কিন্তু বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন।
আরও পড়ুন: ভিডিয়ো: এবার জামাও খুলে ফেলো- খেপে লাল কোহলি ক্ষোভ উগরালেন বাংলাদেশ ব্যাটারের উপর
পরবর্তীতে কোহলি তাসকিন আহমেদেরও ক্যাচ ফেলেন। তাসকিন তখন ১০ রানে ব্যাট করছিলেন। এটি ৫৮তম ওভারে ঘটেছিল। সেই তাসকিন ৩১ রান করে অপরাজিত থাকেন। এই সবের মধ্যে কোহলি একটি ক্যাচ নিতে পেরেছিলেন। কিন্তু রিপ্লেতে দেখা যায় যে, বলটি বাউন্স করে গিয়েছে। ৫২তম ওভারের শেষ বলে নুরুল হাসান বেঁচে যান।
এত ক্যাচ মিস করার জন্য সমর্থকেরা কোহলির উপর রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন। এবং তাঁকে বাজে ভাবে ট্রোলড করা হয়েছে।
এদিকে, তৃতীয় দিন বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের ৭/০ এই পরিস্থিতি থেকে ফের ব্যাট করতে নামে। শনিবার বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের বলে ৫ রান করে নাজমুল হোসেন আউট হয়ে যান। জাকির হাসান অবশ্য ৫১ করেন। জাকির ছাড়া বাংলাদেশের হয়ে ভালো খেলেছেন লিটন দাস। ৭৩ করেন লিটন। এ ছাড়া ৩১ করে রান করেছেন নুরুল হাসান এবং তাসকিন আহমেদ। ১৩ করেছেন শাকিব আল হাসান। এর বাইরে কেউ দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি। ২৩১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
ভারতের অক্ষর প্যাটেল ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ। উমেশ যাদব, জয়দেব উনাদকাট ১টি করে উইকেট নিয়েছেন।
যাইহোক ভারতের জয়ের জন্য বাংলাদেশ ১৪৫ রানের লক্ষ্য রাখে। কিন্তু তৃতীয় দিনের শেষে ভারত ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে থাকে। শুভমন গিল (৭), চেতেশ্বর পূজারা (৬), বিরাট কোহলিকে (১) ফেরান মেহেদি হাসান। কেএল রাহুলকে (২) আউট করেন শাকিব আল হাসান। জিততে হলে ভারতকে চতুর্থ দিন করতে হবে ১০০ রান। আর বাংলাদেশের চাই ৬ উইকেট। জিতবে কারা?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।