বাংলা নিউজ > ময়দান > BAN vs IND: সামনের ম্যাচগুলিতে কী খেলতে পারবেন রোহিত? হিটম্যানের কথায় মিলল ইঙ্গিত

BAN vs IND: সামনের ম্যাচগুলিতে কী খেলতে পারবেন রোহিত? হিটম্যানের কথায় মিলল ইঙ্গিত

চোট নিয়েই খেলেন রোহিত।

দ্বিতীয় ওভারেই আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। এনামুলের ক্যাচ ধরার চেষ্টায় তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুল ফেটে রক্ত বের হতে থাকে। তিনি তৎক্ষণাৎ মাঠ ছাড়েন। চোটের জায়গা স্ক্যান করাতে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। যন্ত্রণা নিয়েই মাঠে নামেন ব্যাট করতে। দুরন্ত লড়াইও করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি।

চোট নিয়েই বুধবার দুরন্ত ছন্দে ব্যাট করেন রোহিত। ব্যথা ভুলে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই-এও হারতে হয় ভারতকে। সেই সঙ্গে সিরিজও হেরে বসে থাকে তারা।

তবে চোট নিয়ে রোহিতের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন সকলে। কী ভাবে এই চোট নিয়ে ব্যাট করলেন রোহিত? ম্যাচের পর হিটম্যান নিজেই বলে দেন, ‘সত্যি বলতে, বুড়ো আঙুলের চোটটা বড় বিষয় নয়। আঙুলের হাড়ের কিছুটা স্থান চ্যুতি হয়েছে। তবে ফ্র্যাকচার হয়নি। যে কারণে আমি এসে ব্যাট করতে পেরেছি।’ তবে চোটের ব্যথার চেয়ে বোধহয় এখন সিরিজ হারের যন্ত্রণাটাই বেশি বড় হয়ে উঠেছে রোহিতের কাছে।

আরও পড়ুন: আট বছর পর ওডিআইতে ওপেন করে ব্যর্থ বিরাট, সিরিজ হারল ভারত

ম্যাচের দ্বিতীয় ওভারেই আঙুলে চোট পেয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। এনামুলের ক্যাচ ধরার চেষ্টায় তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুল ফেটে রক্ত বের হতে থাকে। তিনি তৎক্ষণাৎ মাঠ ছাড়েন। চোটের জায়গা স্ক্যান করাতে তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল থেকে রোহিত ড্রেসিংরুমে ফেরেন আঙুলে মোটা ব্যান্ডেজ নিয়ে। সারা ইনিংসে তিনি ফিল্ডিং করতে নামেননি। ধাওয়ানের সঙ্গে ব্যাট হাতে ওপেন করতেও নামেননি হিটম্যান। তবে দল যখন বেকায়দায়, সাজঘরে বসে দলের পতন দেখতে রাজি ছিলেন না রোহিত। ৯ নম্বরে এসে দলের হাল ধরার চেষ্টা করেন তিনি।

ইনিংসের ৪২.৪ ওভারে শাকিব আল হাসানের বলে শার্দুল ঠাকুর আউট হওয়ার পরে ব্যাট হাতে মাঠে নামেন রোহিত। টিম ইন্ডিয়ার স্কোর তখন ৭ উইকেটে ২০৭ রান। অর্থাৎ বাংলাদেশের ২৭১ রান টপকে ম্যাচ জিততে হলে ভারতের তখনও দরকার ছিল ৪৪ বলে ৬৫ রান। হাতে ছিল মাত্র ৩টি উইকেট।

আরও পড়ুন: ঠিক যেন বীরু- আর্যবীর সেহওয়াগের নেট অনুশীলন দেখে তাজ্জব ক্রিকেট প্রেমীরা- ভিডিয়ো

৯ নম্বরে ব্যাট করতে নেমে রোহিত আপ্রাণ চেষ্টা করেন দলকে জয় এনে দেওয়ার। ৪৬তম ওভারে এবাদতের বলে ২টি ছক্কা এবং ১টি চার মারেন রোহিত শর্মা। ৪৯তম ওভারে মাহমুদুল্লাহকে জোড়া ছক্কাও হাঁকান তিনি।

শেষ ওভারে জয়ের জন্য ২০ রান দরকার ছিল টিম ইন্ডিয়ার। ২টি চার এবং একটি ছক্কা হাঁকিয়েও অবশ্য শেষ রক্ষা করতে পারেননি রোহিত। বাংলাদেশের ২৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে ভারত ৯ উইকেটে ২৬৬ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ হারে ভারত। রোহিত ৩টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে অপরাজিত ৫১ রান করেও মহাভারতের কর্ণ হয়েই থাকতে হয় রোহিত শর্মাকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.