মীরপুরে দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনে শেষের দিকে বিরাট কোহলিকে সাজঘরে ফেরান মেহেদি হাসান মিরাজ। তার পরেই লাগাম ছাড়া সেলিব্রেশনে মাতে বাংলাদেশ। কোহলিকে কিছু বলেও ছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর পরেই ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে উত্তপ্ত তর্ক-বিতর্ক শুরু হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটারদের। ভারতের দ্বিতীয় ইনিংসের ২০তম ওভারে মেহেদি হাসান মিরাজের বলে ফরোয়ার্ড ডিফেন্স খেলতে গিয়ে আউট হন কোহলি। ২২ বলে মাত্র ১ রান করে মোমিনুল হকের হাতে ক্যাচ নেন কোহলি।
আর বিরাট আউট হতেই মেহেদি হাসান মিরাজ উচ্ছ্বাসে মেতে ওঠে। তিনি চিৎকার করতে করতে সতীর্থদের দিকে ছুটে যান। বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান, সিনিয়র ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং প্রায় সব বাংলাদেশের প্লেয়াররা সেলিব্রেশন শুরু করেন। ঠিক সেই মুহূর্তে কোহলি যখন প্যাভিলিয়নে ফিরছিলেন, তখন তাঁকে কিছু বলা হয়েছিল। অভিজ্ঞ ডানহাতি ব্যাটার এটাকে হাল্কা ভাবে নেননি। সেটা শুনে বিরাট বেরিয়ে যেতে গিয়েও ফিরে আসেন। তিনি যে রেগে গিয়েছেন, তা বোঝা যাচ্ছিল। কিন্তু কে তাঁকে কী কথা শুনিয়েছেন, তা বোঝা যায়নি।
আরও পড়ুন: আর একটা উইকেট নিলেই জিততাম, ভারতের বিরুদ্ধে হারের পর আফসোস শাকিবের
বাংলাদেশের অধিনায়ক শাকিব এগিয়ে আসেন বিরাটের কাছে। তাঁকে শান্ত হতে বলেন। বিরাট বাংলাদেশের অন্য ক্রিকেটারদের দিকে দেখিয়ে কিছু বলেন। আম্পায়াররাও চলে আসেন বিরাটের কাছে। ঝামেলা বড় হওয়ার আগেই বিরাট ফিরে যান সাজঘরের দিকে। শাকিবও দলের কাছে ফিরে গিয়ে ক্রিকেটারদের বোঝান।
সনি স্পোর্টস নেটওয়ার্কে ম্যাচ-পরবর্তী শোতে বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার আতহার আলি খান বলেছেন, ‘কেউ হয়তো কিছু বলেছে। আমি অন-এয়ারে ছিলাম, আমি নিশ্চিত। আমি কিছুই দেখতে পাইনি। সানি ভাই জিজ্ঞেসা করছিলেন, কে কী বলেছে। আমি সত্যিই নিশ্চিত নই যে, ঠিক কী ঘটেছে। কোহলির থেকে দূরে সেলিব্রেশন শুরু হয়েছিল। কিন্তু কী হয়েছে জানি না, তবে কোহলি মোটেও খুশি ছিলেন না।’
আরও পড়ুন: নয়ে ব্যাট করতে নেমে অপরাজিত ৪২, ভারতকে জিতিয়ে বিশ্বরেকর্ড অশ্বিনের
সুনীল গাভাসকর অবশ্য অন্য যুক্তি দিয়েছেন। তিনি বলেছেন, ‘প্রথম টেস্টেও এ রকম কিছু ঘটেছিল, যখন লিটন দাস কানে হাত রেখে সিরাজকে কিছু ইঙ্গিত করেলেছিলেন। আমি সেখানে ছিলাম না, কিন্তু আমি এটি সম্পর্কে পড়েছি। এর পর লিটন আউট হলে কোহলি এবং সিরাজও কানের পেছনে হাত রেখেছি ওকে নকল করেছিল।’
তিনি আরও যোগ করেন, ‘এসব ঘটে। লিটন দাস বাংলাদেশের শীর্ষ ব্যাটসম্যানদের একজন। তাই ভারত ওর উইকেট পেয়ে খুশি ছিল। আর এটা সবাই জানে যে, বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান। তাই ওর উইকেট পেয়ে সকলে সেলিব্রেশন করেছিল। এবং প্রথম টেস্টে কোহলি যা করেছিলেন, সেটা সহজে ভোলা যাবে না।’
প্রসঙ্গত, চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসের ১৪তম ওভারের ভারতের পেসার মহম্মদ সিরাজ বল করার পর বাংলাদেশের ব্যাটার লিটন দাসকে কিছু একটা বলেন। টিভি রিপ্লেতে দেখে মনে হয়, অনেকটা স্লেজিংয়ের ঢঙেই লিটনের উদ্দেশ্য কিছু বলেন সিরাজ। লিটন আবার কানে হাত দিয়ে শুনতে পাননি জানিয়ে দেন।
ঠিক তার পরেই সিরাজের ডেলিভারিতেই লিটন (২৪)-কে আউট হয়ে যান। লিটন আউট হওয়ার পরে তাঁর কায়দাতেই কানে হাত দিয়ে শুনতে পাননি পোজে কটাক্ষ করেন বিরাট কোহলিও। সেই কটাক্ষের জবাবই সম্ভবত দ্বিতীয় টেস্টে কোহলিকে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।