বাংলা নিউজ > ময়দান > Ban vs Ind: ছিটকে গেলেন তিন তারকা-দলে নাসুম, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের টিম ঘোষণা করল বাংলাদেশ

Ban vs Ind: ছিটকে গেলেন তিন তারকা-দলে নাসুম, ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের টিম ঘোষণা করল বাংলাদেশ

ভারতের বিরুদ্ধে বাংলাদেশ দল (ছবি-এপি)

টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন ২৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নাসুম সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত মুখ। ২৮টি টি-টোয়েন্টি ও ৪ ওয়ানডে খেলেছেন এখনও পর্যন্ত। তবে এবার তিনি টেস্ট দলের জন্যেও ডাক পেয়েছেন।

ভারতের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্ট শেষ হওয়ার পর রবিবার দুপুরে ঘোষণা করা হয় দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের দল। প্রথম টেস্টের ১৭ জনের স্কোয়াড মিরপুরে নেমে এসেছে ১৫ জনে। চোটের কারণে ছিটকে গিয়েছেন দুই পেসার। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলে নেই এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। জায়গা হারিয়েছেন ব্যাটসম্যান এনামুল হকও। ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর চট্টগ্রাম টেস্টে ১৮৮ রানে হেরে যায় বাংলাদেশ। মিরপুর টেস্ট শুরু ২২ ডিসেম্বর।

টেস্ট দলে প্রথমবার ডাক পেলেন ২৮ বছর বয়সী বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নাসুম সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত মুখ। ২৮টি টি-টোয়েন্টি ও ৪ ওয়ানডে খেলেছেন এখনও পর্যন্ত। তবে এবার তিনি টেস্ট দলের জন্যেও ডাক পেয়েছেন। এতদিন তাঁকে সাদা বলের বিশেষজ্ঞ বলেই বিবেচনা করা হয়েছিল। এবার তাঁকে টেস্ট দলেও সুযোগ দিয়ে দেখা হচ্ছে। দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বললেন, লাল বলেও সুযোগ পেলে নাসুম ভালো করবেন বলেই বিশ্বাস তাদের।

আরও পড়ুন… আপনি তাঁকে বেশিক্ষণ আটকে রাখতে পারবেন না- গিলের জন্য রাহুল-শ্রেয়সকেও বাদ দিতে চান কাইফ

তিনি বলেছেন, ‘শাকিবের ব্যাক আপ হিসেবে নাসুমকে নিয়েছি আমরা। শাকিবের তো ইনজুরি সমস্যা আছে, বোলিং করতে পারবে কি না, ঠিক নেই। নাসুম আন্তর্জাতিক ম্যাচ বেশ কিছু খেলেছে। ওর প্রথম শ্রেণির ক্রিকেটের রেকর্ডও ভালো। ওর যদি সুযোগ আসে, আশা করি ভালো কিছু করবে।’

শাকিব আল হাসান চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ১২ ওভার বল করলেও পরে আর এক ওভারও বল করেননি। পাঁজরের অস্বস্তি নিয়ে ম্যাচ শুরুর পর তিনি চোট পান কাঁধে। এই টেস্টের দ্বিতীয় দিনেই বোলিংয়ের সময় চোট পাওয়ায় পরে আর বোলিং করতে পারেননি এবাদত। শরিফুল এই ম্যাচে একাদশে ছিলেন না। তবে বিরতির সময় মাঠে বোলিং অনুশীলনে টান লাগে তার হ্যামস্ট্রিংয়ে। এনামুল বাদ পড়লেন ম্যাচ না খেলে। মিরপুর টেস্টেও তার খেলার সম্ভাবনা নেই দেখে বিসিএলের ম্যাচ খেলার জন্য তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানালেন প্রধান নির্বাচক।

আরও পড়ুন… 'আমি জানতাম ঈশ্বর আমায় এই উপহারটা দেবেন', ট্রফি হাতে উন্মাদনায় ভাসলেন মেসি

এদিকে ২০১১ সালে ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে শুরু করেছিলেন নাসুম আহমেদ। পরে সীমিত ওভারেই তার পদচারণা ছিল বেশি। এই সাড়ে ১১ বছরে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন স্রেফ ২৬টি। এই বছর মাত্র দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। গত মাসে জাতীয় লিগে সিলেটের হয়ে একটি ম্যাচ খেলে উইকেট পাননি। গত জানুয়ারিতে বিসিএলে দক্ষিণাঞ্চলের হয়ে একটি ম্যাচ খেলে প্রথম ইনিংসে খরুচে বোলিংয়ে উইকেটশূন্য থাকেন, দ্বিতীয় ইনিংসে নেন দুই উইকেট। গত মরশুমে অবশ্য লাল বলের ক্রিকেটে খারাপ করেননি। ৫ ম্যাচে ২৪.৭৩ গড়ে নিয়েছেন ৩০টি উইকেট। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২৬ ম্যাচে তিনি ১০৫টি উইকেট শিকার করেছেন। নাসিমের সেরা বোলিং ৪৩ রানে ২ উইকেট। ম্যাচে ১০ উইকেট নিয়েছেন দুবার।

বাংলাদেশ টেস্ট দল: শাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরি, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, জাকির হাসান, রেজাউর রহমান রাজা, নাসুম আহমেদ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.