বাংলা নিউজ > ময়দান > BAN vs IND: ব্যাকলিফ্ট,পাওয়ার-হিটিং-এর উপর কাজ করেছি- নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন অশ্বিন

BAN vs IND: ব্যাকলিফ্ট,পাওয়ার-হিটিং-এর উপর কাজ করেছি- নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন অশ্বিন

রবিচন্দ্রন অশ্বিন।

মীরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে তাঁর অনবদ্য ব্যাটিংয়ের পর অশ্বিন বলেছেন যে, তিনি তাঁর ব্যাকলিফ্ট, পাওয়ার-হিটিং এর মতো তাঁর ব্যাটিংয়ের দিকগুলি অনেক কাজ করেছেন এবং শক্তিশালী ভাবে ডিফেন্স করাটাও অভ্যেস করেছেন।

রবিবার ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে রবিচন্দ্রন অশ্বিন আবারও তার ব্যাটিং দক্ষতা দেখিয়েছেন। জয়ের জন্য ১৪৫ রান তাড়া করতে নেমে মাত্র ৭৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে থাকে ভারত। সেখান থেকে অশ্বিন অনবদ্য ব্যাটিং করে ভারতকে ম্যাচ জিতিয়ে মাঠে ছাড়েন। তাঁকে সঙ্গত করেন শ্রেয়স আইয়ার। সেই সঙ্গে ভারতকে ২-০ সিরিজ জিততে সাহায্য় করে অশ্বিন-শ্রেয়স জুটি।

তাঁর অনবদ্য ব্যাটিংয়ের পর অশ্বিন বলেছেন যে, তিনি তাঁর ব্যাকলিফ্ট, পাওয়ার-হিটিং এর মতো তাঁর ব্যাটিংয়ের দিকগুলি অনেক কাজ করেছেন এবং শক্তিশালী ভাবে ডিফেন্স করাটাও অভ্যেস করেছেন।

আরও পড়ুন: এখনই হয়তো T20 আর ODI-এ দায়িত্ব হারাচ্ছেন না দ্রাবিড়

বিসিসিআই-এর পোস্ট করা একটি ভিডিয়োতে অশ্বিনের সাক্ষাৎকার নিয়েছেন চেতেশ্বর পূজারা। অশ্বিন বলেছেন, ‘আমি ডিফেন্স করাকে দৃঢ় ভাবে মূল্যায়ন করি। টেস্ট ক্রিকেট ব্যাটার হিসেবে ডিফেন্স করাটা গুরুত্বপূর্ণ। আধুনিক ক্রিকেট আপনাকে বল উড়িয়ে খেলতে হয়। আমি মনে করি না, যখন দু'জন বোলার চাপ সৃষ্টি করে, তখন এটা সঠিক সিদ্ধান্ত হয়। সব সময়ই একই রকম ভাবে খেলা যায় না। মেরে খেললে এটি দুর্দান্ত দেখায়। তবে চাপের মধ্যে থাকা টেস্টে ডিফেন্স করে খেলতে হয়। আমি অনেক বেশি শট খেলেছি এবং বাউন্ডারিও মেরেছি। আমি আমার ব্যাকলিফ্ট, আমার বেস, পাওয়ার হিটিং-এ অনেক কাজ করেছি। নিজের প্রতি আমার সেই আস্থা আছে।’

আরও পড়ুন: কোহলি যা করেছে, সেটা ভোলার নয়- মীরপুরে ঝামেলা নিয়ে বিরাটকেই একহাত নিলেন গাভাসকর

অশ্বিন আরও জানিয়েছেন যে, যখন তিনি ব্যাট করতে নেমেছিলেন, তাঁর প্রথম লক্ষ্য ছিল লাঞ্চের মধ্যে ম্যাচ শেষ করা। এবং শ্রেয়স আইয়ার যে ভাবে সঙ্গত করেছেন, তার প্রশংসা করেছেন। অশ্বিন বলেওছেন, ‘যখন আমি মাঠে নামি, তখন ভেবেছিলাম যে, আমাদের পরিস্থিতি মোকাবেলা করতে হবে। শ্রেয়সের খুব ভালো মানসিকতা ছিল। আমি ওকে বলেছিলাম, ওর কাজ করে যেতে। আর সেটা সেটা ১০ ওভারের মধ্যেই হোক বা লাঞ্চের পরে। প্রাথমিক ভাবে, আমার লক্ষ্য ছিল লাঞ্চের মধ্যে লক্ষ্যে পৌঁছানো। প্রথমে কিছু বল ভুল খেলেছি। একটি ক্যাচ ছিল, যেটা ফাইন লেগে গিয়েছিল। তাই আমি ভেবেছিলাম, আমার ইন্টেন্টকে পুশ আপ করা দরকার এবং ভালো ভাবে ডিফেন্স করতে হবে। আমরা ভালো খেলেছি এবং সঠিক সময়ে খেলার গতি নিয়ন্ত্রণ করেছি।’

সুযোগ পেলেই নিজের অলরাউন্ড প্রতিভার প্রদর্শনে কসুর রাখেন না রবিচন্দ্রন অশ্বিন। নিজেকে অলরাউন্ডার হিসেবে দেখতে ভালোবাসেন তিনি। মীরপুরে যে রকম ছন্দে ব্যাট করেছেন অশ্বিন, তাতে মজেছে সমর্থকেরা। বাংলাদেশের বিরুদ্ধে মীরপুরে দ্বিতীয় টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬টি উইকেট নিয়েছিলেন অশ্বিন। এর পর অষ্টম উইকেটে ব্যাট হাতে নায়কোচিত ইনিংস খেলেন অশ্বিন।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন পর্দায় রাম রাবণ দুই বেশেই ধরা দিয়েছেন, বাস্তবেও তাঁর মন্দির আছে!কে সেই অভিনেতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.