বাংলা নিউজ > ময়দান > BAN vs IND: প্রথম টেস্টে নেই রোহিত, বদলে বাংলার তারকা, ১২ বছর বাদে দলে উনাদকাট

BAN vs IND: প্রথম টেস্টে নেই রোহিত, বদলে বাংলার তারকা, ১২ বছর বাদে দলে উনাদকাট

রোহিত শর্মার বদলে সুযোগ পেলেন অভিমন্যু ঈশ্বরন।

চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় ওডিআই-এ রোহিত শর্মা খেলতে পারেননি। এ বার জানা গিয়েছে, ভারত অধিনায়ক প্রথম টেস্টেও খেলতে পারবেন না। ফলে এই টেস্টে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। রোহিতের বদলি হিসেবে শিকে ছিঁড়েছে বাংলার তারকা ব্যাটারের।

যেমনটা আশঙ্কা করা হয়েছিল, তেমনটাই হল। প্রথম টেস্ট থেকে ছিটকেই গেলেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে বাঁ-হাতের বুড়ো আঙুলে বাজে ভাবে চোট পেয়েছিলেন রোহিত। যে কারণে তিনি ফিল্ডিং করতে পারেননি। তবে পরে ভারতীয় ব্যাটারদের খারাপ হালের জেরে নয় নম্বরে ব্যাট করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি।

ম্যাচের পরেই মুম্বইয়ে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করার জন্য রোহিত ভারতে ফিরে আসেন। তৃতীয় ওডিআই-এ তিনি খেলতে পারেননি। এ বার জানা গিয়েছে, রোহিতকে প্রথম টেস্টেও পাওয়া যাবে না। বিসিসিআই মেডিকেল টিম পরবর্তীতে জানাবে, দ্বিতীয় টেস্টে ভারত অধিনায়ককে পাওয়া যাবে কিনা! রোহিত না থাকায় প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন চেতেশ্বর পূজারা।

ভারত বনাম অস্ট্রেলিয়ার মেয়েদের দ্বিতীয় টি-টোয়েন্টির লাইভ আুডেট পেতে ক্লিক করুন এখানে: https://bangla.hindustantimes.com/sports/indw-vs-ausw-live-live-score-update-of-2nd-t20-match-in-dy-patil-stadium-at-mumbai-between-india-women-s-vs-australia-womens-31670764043931.html

এ দিকে রোহিতের বদলি হিসেবে শিকে ছিঁড়েছে বাংলার তারকা ব্যাটারের। অভিমন্যু ঈশ্বরনকে রোহিতের পরিবর্তে দলে নেওয়া হয়েছে। তবে প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।

বিসিসিআই-এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ভারত অধিনায়ক রোহিত শর্মা তাঁর বাঁ-হাতের বুড়ো আঙুলের চোটের জন্য মুম্বইয়ে এক বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছিলেন। যে চোট তিনি বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে পেয়েছিলেন। এই চোটের জন্য তাঁকে উপযুক্ত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে তাঁকে তাই পাওয়া যাবে না। বিসিসিআই মেডিকেল টিম পরবর্তী পর্যায়ে দ্বিতীয় এবং শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কিনা, সেই বিষয়ে জানাবে। সর্বভারতীয় সিনিয়র নির্বাচক কমিটি অভিমন্যু ঈশ্বরনকে প্রথম টেস্টের জন্য তাঁর বদলি হিসেবে দলে নিয়েছে।’

আরও পড়ুন: ভারতীয় দলে উপেক্ষিত সঞ্জুকে আয়ারল্যান্ডে খেলার প্রস্তাব

রোহিত প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেও, মহম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। শামি এবং জাদেজার বদলে জায়গা করে নিয়েছেন নভদীপ সাইনি এবং সৌরভ কুমার। ১২ বছর বাদে জয়দেব উনাদকাটও সুযোগ পেয়েছেন ভারতীয় দলে।

বিসিসিআই-এর বিবৃতিতে যোগ করা হয়েছে, ‘ফাস্ট বোলার মহম্মদ শামি এবং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এখনও তাঁদের কাঁধ এবং হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি এবং টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন। নির্বাচকেরা যথাক্রমে শামি এবং জাদেজার পরিবর্তে নভদীপ সাইনি আর সৌরভ কুমারকে দলে নিয়েছেন। নির্বাচক কমিটি টেস্ট সিরিজের জন্য ভারতের স্কোয়াডে ফাস্ট বোলার জয়দেব উনাদকাটকেও যুক্ত করেছে।’ প্রসঙ্গত ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে।

বাংলাদেশ টেস্টের জন্য ভারতের নতুন স্কোয়াড: কেএল রাহুল (অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (উইকেটকিপার), কেএস ভারত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, অভিমন্যু ঈশ্বরন, নভদীপ সাইনি, সৌরভ কুমার এবং জয়দেব উনাদকাট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.