সীমিত ওভারের দ্বি-পাক্ষিক ক্রিকেটে বাংলাদেশ অল্প-বিস্তর সাফল্য পেয়েছে। তবে টেস্ট ক্রিকেটে তেমন পসার জমাতে পারেনি। ২০১৯-২১ টেস্ট চ্যাম্পিয়নশিপ মরশুমে একটিও ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। তারা অভিযান শেষ করে একেবারে শেষে ৯ নম্বরে থেকে।
এবার ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপ মরশুমে ১২টি ম্যাচ খেলে মাত্র ১টি টেস্ট জেতে বাংলাদেশ এবং ১টি টেস্ট ড্র করে। বাকি ১০টি টেস্টে হারতে হয় তাদের। স্বাভাবিকভাবেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ মরশুমেও বাংলাদেশ থাকে একেবারে শেষে ৯ নম্বরে।
এহেন বাংলাদেশই মঙ্গলবার টেস্টের ইতিহাসে এমন এক রেকর্ড গড়ে বসে, যা আর কোনও দেশের নেই। দুই ফাইনালিস্ট ভারত ও অস্ট্রেলিয়া-সহ টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাকি ৮টি দেশের তো বটেই, এমনকি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরে থাকা বাকি ৩টি টেস্ট খেলিয়ে দেশেরও এমন নজির নেই। সেদিক থেকে বাংলাদেশ বিরল কৃতিত্ব অর্জন করল বলা যায়।
মঙ্গলবার মীরপুরে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টে মাঠে নামে বাংলাদেশ। সেই সুবাদে প্রথম ও একমাত্র দল হিসেবে তারা টেস্ট খেলিয়ে বাকি ১১টি দেশের প্রত্যেকের বিরুদ্ধে দীর্ঘতম ফর্ম্যাটে মাঠে নামার কৃতিত্ব অর্জন করে।
আপাতত আইসিসির টেস্ট স্ট্যাটাস রয়েছে বাংলাদেশ-সহ ১২টি দেশের কাছে। বাংলাদেশ টেস্টে মাঠে নামে বাকি ১১টি দেশের বিরুদ্ধে। আয়ারল্যান্ড ১১তম দেশ যাদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেট খেলতে নামেন শাকিবরা।
এই মুহূর্তে আইসিসির টেস্ট স্ট্যাটাস রয়েছে, ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আফগানিস্তান, জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডের হাতে।
ভারত, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে, পাকিস্তান, ইংল্যান্ড ১০টি করে দেশের বিরুদ্ধে টেস্ট খেলেছে। ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে কখনও আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেনি। অন্যদিকে পাকিস্তান ও ইংল্যান্ড কখনও আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলিনি।
উল্লেখ্য, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড টেস্ট ম্যাচটি নিছক লাল বলের ক্রিকেটের দ্বি-পাক্ষিক লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপের সঙ্গে ম্যাচটির কোনও সম্পর্ক নেই। আয়ারল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নেয় না। তাছাড়া চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপের লিগ পর্যায়ের সব ম্যাচ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকি রয়েছে শুধু ফাইনাল। আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।