বাংলা নিউজ > ময়দান > ২ প্রোটিয়া স্পিনারই শুধু বল করলেন, ৫৩-তে অলআউট বাংলাদেশ, ফিরল ১৪০বছর আগের স্মৃতি

২ প্রোটিয়া স্পিনারই শুধু বল করলেন, ৫৩-তে অলআউট বাংলাদেশ, ফিরল ১৪০বছর আগের স্মৃতি

কেশব মহারাজ এবং সিমন হারমার মিলে ১০ উইকেট তুলে নেন।

১৪০বছর আগে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টেও এক ইনিংসে শুধুমাত্র দুই স্পিনারই বল করে ১০ উইকেট তুলে নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার জয়ে পালমের এবং এডউইন ইভানসের এই নজির ছিল এতদিন।

মাত্র ১৯ ওভারেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই লজ্জাজনক ভাবে ২২০ রানে হারলেন মোমিনুল হকরা। দুই প্রোটিয়া স্পিনারের দাপটে ৫৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ এবং সিমন হারমার দু'জনে মিলে ১৯ ওভার বল করে বাংলাদেশের দশ উইকেট তুলে নেন। সেই সঙ্গে ১৪০ বছর আগের স্মৃতি স্পর্শ করলেন দুই তারকা প্রোটিয়া স্পিনার।

এর আগে এমন নজির হয়েছিল ১৮৮২ সালে। ১৪০ বছর পর সেই একই রেকর্ড স্পর্শ করলেন দুই প্রোটিয়া স্পিনার। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে সে বারও এক ইনিংসে শুধুমাত্র দুই স্পিনারই বল করে ১০ উইকেট তুলে নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার জয়ে পালমের এবং এডউইন ইভানসের এই নজির ছিল এতদিন। সেটাই এ বার স্পর্শ করলেন প্রোটিয়া দুই স্পিনার। ৭ উইকেট তুলে নেন কেশব আর ৩ উইকেট নিয়েছেন হারমার।

ডারবান টেস্টের শেষ দিনে কেশব মহারাজ ও সিমন হারমারের স্পিনের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। মাত্র ৫৫ মিনিটেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ন‍্যূনতম লড়াইটুকুও করতে পারেনি তারা।

কেশব মহারাজের বাঁহাতি স্পিনের সামনে বাংলাদেশ কার্যত তছনছ হয়ে ।। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৬৭ রানে অল আউট হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৯৮ রানে অলআউট হয়ে যায়।

দ্বিতীয় ইনিংসে পাল্টা প্রোটিয়াদের ২০৪ রানে অলআউট করে মোমিনুলের টিম। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশের সামনে প্রোটিয়ারা ২৭৪ রানের লক্ষ্য রাখে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ রবিবার বিকেলে মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল। আর সোমবার মহারাজ হয়ে উঠলেন বাইশ গজের রাজাধিরাজ। কেশব মহারাজ এবং সিমন হারমারের সামনে এক ঘণ্টাও টিকতে পারেনি বাংলাদেশ দল। পঞ্চম দিন ১৩ ওভারেই সব শেষ। পুরো ইনিংস হিসাব করলে ১৯ ওভার। বাংলাদেশ অলআউট হয় মাত্র ৫৩ রানে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ? 'প্রতিবাদ করতে হলে কলকাতায় যান, রাস্তায় নামুন, এখানে সকলে গান শুনতে এসেছেন' বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.