মাত্র ১৯ ওভারেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই লজ্জাজনক ভাবে ২২০ রানে হারলেন মোমিনুল হকরা। দুই প্রোটিয়া স্পিনারের দাপটে ৫৩ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার দুই স্পিনার কেশব মহারাজ এবং সিমন হারমার দু'জনে মিলে ১৯ ওভার বল করে বাংলাদেশের দশ উইকেট তুলে নেন। সেই সঙ্গে ১৪০ বছর আগের স্মৃতি স্পর্শ করলেন দুই তারকা প্রোটিয়া স্পিনার।
এর আগে এমন নজির হয়েছিল ১৮৮২ সালে। ১৪০ বছর পর সেই একই রেকর্ড স্পর্শ করলেন দুই প্রোটিয়া স্পিনার। অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড টেস্টে সে বারও এক ইনিংসে শুধুমাত্র দুই স্পিনারই বল করে ১০ উইকেট তুলে নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার জয়ে পালমের এবং এডউইন ইভানসের এই নজির ছিল এতদিন। সেটাই এ বার স্পর্শ করলেন প্রোটিয়া দুই স্পিনার। ৭ উইকেট তুলে নেন কেশব আর ৩ উইকেট নিয়েছেন হারমার।
ডারবান টেস্টের শেষ দিনে কেশব মহারাজ ও সিমন হারমারের স্পিনের বিরুদ্ধে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ। মাত্র ৫৫ মিনিটেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি তারা।
কেশব মহারাজের বাঁহাতি স্পিনের সামনে বাংলাদেশ কার্যত তছনছ হয়ে ।। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৬৭ রানে অল আউট হয় তারা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২৯৮ রানে অলআউট হয়ে যায়।
দ্বিতীয় ইনিংসে পাল্টা প্রোটিয়াদের ২০৪ রানে অলআউট করে মোমিনুলের টিম। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশের সামনে প্রোটিয়ারা ২৭৪ রানের লক্ষ্য রাখে। রান তাড়া করতে নেমে বাংলাদেশ রবিবার বিকেলে মাত্র ১১ রানে ৩ উইকেট হারিয়ে বসেছিল। আর সোমবার মহারাজ হয়ে উঠলেন বাইশ গজের রাজাধিরাজ। কেশব মহারাজ এবং সিমন হারমারের সামনে এক ঘণ্টাও টিকতে পারেনি বাংলাদেশ দল। পঞ্চম দিন ১৩ ওভারেই সব শেষ। পুরো ইনিংস হিসাব করলে ১৯ ওভার। বাংলাদেশ অলআউট হয় মাত্র ৫৩ রানে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।