বাংলা নিউজ > ময়দান > BAN vs SL: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরানে ডন ব্র্যাডম্যানদের অভিজাত ক্লাবে পসার জমালেন চণ্ডীমল

BAN vs SL: বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত শতরানে ডন ব্র্যাডম্যানদের অভিজাত ক্লাবে পসার জমালেন চণ্ডীমল

দীনেশ চণ্ডীমল। ছবি- এএফপি (AFP)

শাকিব আল হাসানদের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করেন দীনেশ চণ্ডীমল। 

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ১২৪ রানের অনবদ্য ইনিংস খেলেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান দীনেশ চণ্ডীমল। প্রথম ইনিংসের এই শতরানের সুবাদেই শ্রীলঙ্কান তারকা স্যার ডন ব্র্যাডম্যান, গ্রেগ চ্যাপেল, ইয়ান বোথামদের মতো কিংবদন্তিদের অভিজাত ক্লাবে নিজেকে আরও একধাপ উপরে তুলে নিয়ে আসেন।

টেস্ট ক্রিকেটে চণ্ডীমলের এটি ১২ নম্বর শতরান। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি একবারও ৯০ -এর কোটায় আউট হননি। নার্ভাস নাইন্টির শিকার না হয়ে সব থেকে বেশি টেস্ট সেঞ্চুরি করার নিরিখে চণ্ডীমল যুগ্মভাবে ষষ্ঠ স্থানে উঠে আসেন।

এই তালিকায় এক নম্বরে রয়েছেন স্যার ডন ব্র্যাডম্যান। তিনি ৯০-এর ঘরে আউট না হয়ে ২৯টি সেঞ্চুরি করেছেন। এই এককে ২৪টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন গ্রেগ চ্যাপেল। মাইকেল ভন রয়েছেন তৃতীয় স্থানে। তিনি ৯০-এর ঘরে আউট হওয়ার আগে ১৮টি শতরান করেন।

আরও পড়ুন:- BAN vs SL: মুশফিকুর-লিটনের পালটা সেঞ্চুরি ম্যাথিউজ-চণ্ডীমলের, শাকিবের ৫ উইকেটেও ধুঁকছে বাংলাদেশ

তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ইয়ান বোথাম (১৪)। কার্ল হুপার (১৩) রয়েছেন পঞ্চম স্থানে। চণ্ডীমলের মতোই ৯০-এর ঘরে আউট হওয়ার আগে ১২টি করে টেস্ট সেঞ্চুরি করেছেন পলি উমরিগড়, এজাজ আহমেদ ও আসাদ শফিক।

আরও পড়ুন:- BAN vs SL: শূন্য রানের ছড়াছড়ি, তবু মীরপুর টেস্টে অদ্ভুত বিশ্বরেকর্ড গড়ল বাংলাদেশ

চণ্ডীমল ছাড়াও দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে শ্রীলঙ্কার হয়ে শতরান করেন অ্যাঞ্জেলো ম্য়াথিউজ। তিনি ১৪৫ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের ৩৬৫ রানের জবাবে শ্রীলঙ্কা ৫০৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে তারা ১৪১ রানের বড়সড় লিড হাতে পেয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ যদিও মোটেও স্বস্তিতে নেই। তারা চতুর্থ দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ৩৪ রান তুলে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো ‘ক্রু’ সিনেমায় ক্যামিয়ো রোলে দেখা যাবে তৈমুর-জেহকে? BTS ভিডিয়ো ঘিরে তুমুল হইচই 'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.