ব্যাট হাতে ডাহা ফেল শাকিব, দুরন্ত শতরানে বাকিদের ব্যর্থতা ঢাকলেন মুশফিকুর
1 মিনিটে পড়ুন . Updated: 25 May 2021, 06:03 PM IST- ওয়ান ডে কেরিয়ারে নিজের ৮ নম্বর সেঞ্চুরি করেন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান।
ফের ব্যাট হাতে ব্যর্থ হলেন শাকিব আল হাসান। বাংলাদেশকে আরও একবার টেনে তুললেন মুশফিকুর রহিম। চলতি সিরিজে শাকিব যদি ব্যাট হাতে ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখেন, তবে বড় রান সংগ্রহ করার অভ্যাস জারি রাখলেন বাংলাদেশের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ৩৪ বলে ১৫ রান করে আউট হয়েছিলেন শাকিব। দ্বিতীয় ম্যাচে তিনি খাতা খুলতেই পারলেন না। ৩ বল খেলে শূন্য রানে চামীরার বলে এলবিডব্লিউ হন শাকিব।
অন্যদিকে, প্রথম ম্যাচে ৮৭ বলে ৮৪ রানের অববদ্য ইনিংস খেলে ম্যান অফ দ্য ম্যাচ হন মুশফিকুর। তিনি দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেন। বাকিরা যখন ক্রিজে যাওয়া-আসার দলে নাম লেখান, মুশফিক সেখানে একপ্রান্ত আঁকড়ে দুরন্ত শতরান করেন।
একদিক দিয়ে যখন পরপর উইকেট পড়ছে, মুশফিকুর নিঃশব্দে অন্য প্রান্ত দিয়ে দলের জন্য রান সংগ্রহ করেন। মাত্র ১টি বাউন্ডারির সাহায্যে ৭০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মুশফিক। তিনি শতরান পূর্ণ করেন ৬টি বাউন্ডারির সাহায্যে ১১৪ বলে। শেষমেশ ১০টি বাউন্ডারির সাহায্যে ১২৭ বলে ১২৫ রান করে চামীরাকেই উইকেট দেন রহিম। ওয়ান ডে ক্রিকেটে এটি মুশফিকুরের ৮ নম্বর শতরান।
মাহমুদুল্লাহ মুশফিককে সঙ্গ দিয়ে ৪১ রান করেন। বাকিরা বলার মতো রান করতে পারেননি। তামিম ১৩, লিটন ২৫, মোসাদ্দেক ১০, আফিফ ১০ ও সইফুদ্দিন ১১ রান করেন। বাংলাদেশ ৪৮.১ ওভারে ২৪৬ রানে অল-আউট হয়ে যায়।