
BAN vs WI: জয়ের স্বপ্ন নিয়ে চট্টগ্রামে নামছে বাংলাদেশ, ম্যাচ বাঁচাতে পারবে ওয়েস্ট ইন্ডিজ?
১ মিনিটে পড়ুন . Updated: 07 Feb 2021, 08:23 AM IST- বাংলাদেশের ইতিহাসে নজির মোমিনুল হকের।
শুভব্রত মুখার্জি
করোনাভাইরাস পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেটে একপ্রকার রাজকীয় প্রত্যাবর্তন ঘটানোর পথে বাংলাদেশ। প্রথম টেস্টের লড়াই চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের। চট্টগ্রাম টেস্ট জয়ের জন্য বিশাল টার্গেট রয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের সামনে।
চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ জয়ের জন্য করতে হবে ৩৯৫ রান। অথবা ড্র করতে হলে খেলতে হবে পঞ্চম দিনের শেষ পর্যন্ত। ক্যারিবায়ান দলের এখন যা অবস্থা, তাতে এই দুটি কাজই কঠিন। চতুর্থ দিন শেষে ক্যারিবিয়ানদের স্কোর ৩ উইকেটে ১১০ রান। জয়ের জন্য এখনও তাদের ২৮৫ রান করতে হবে।
শনিবার প্রথমে ৮ উইকেটে ২২৩ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে অসাধারণ করেছেন মোমিনুল হক (১১৫)। এটি তাঁর কেরিয়ারের দশম শতরান। যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ। এছাড়াও লিটন দাস খেলেছেন ৬৯ রানের একটি ঝকঝকে ইনিংস।
৩৯৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিংয়ে নামা ক্যারিবিয়ানদের শুরুটা খারাপ হয়নি। বড় ওপেনিং জুটির পথে এগনার সময় মেহেদি হাসান মিরাজ ক্যারিবিয়ানদের ৩৯ রানে ফিরিয়ে দেন ওপেনার জন ক্যাম্পবেলকে (২৩)। শর্ট লেগে ক্যাচ নেন বদলি হয়ে নামা ইয়াসির আলি। ন'রানের ব্যবধানে ফের আঘাত করেন মিরাজের। তাঁর বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অপর ওপেনার ক্রেগ ব্রেথওয়েট (২০)। মিরাজের তৃতীয় শিকার মোজলি (১২)। তিনিও এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন। আপাতত এনক্রুমার বোনার (১৫*) এবং কাইল মায়ার্স (৩৭*) উইকেটে রয়েছেন।