
BAN vs WI: তৃতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় শাকিবরা
১ মিনিটে পড়ুন . Updated: 05 Feb 2021, 10:50 PM IST- ব্যাট হাতে সেঞ্চুরি করার পর বল হাতে ৪ উইকেট মেহেদি হাসানের।
শুভব্রত মুখার্জি
চট্টগ্রামে তৃতীয় দিনে ক্যারিবিয়ানরা যেভাবে শুরু করেছিল অনেকেই ভেবেছিলেন বড়সড় সমস্যার সম্মুখীন হতে চলেছেন শাকিবরা। চট্টগ্রাম টেস্টে প্রথম দুই দিন ওয়েস্ট ইন্ডিজের চেয়ে সবদিক থেকে এগিয়ে ছিল বাংলাদেশ ক্রিকেট দল।
তৃতীয় দিনে প্রথমদিকে লড়াইয়ের ইঙ্গিত দিলেও পরবর্তীতে বাংলাদেশের দুর্দান্ত বোলিং পারফরম্যান্সের ফলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্টইন্ডিজের ইনিংস। মাত্র ৬ রানে শেষের ৫টি উইকেট হারায় সফরকারীরা।
উইন্ডিজরা অলআউট হয়ে যায় ২৫৯ রানে। ফলে বাংলাদেশ লিড নেয় ১৭১ রানের। বড় লিড হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই জোর ধাক্কা খায় স্বাগতিকরা। স্কোর বোর্ডে ১ রান তোলার পরেই ২ উইকেট পড়ে যায় শাকিবদের। কোনও রান না করে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার তামিম ইকবাল। শান্ত আউট হন ৫ রান করে।
আরেক ওপেনার সাদমানও রান পাননি সেইরকম। তিনি করেন ৫ রান। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের শেষে টাইগারদের স্কোরবোর্ডে ২০ ওভারে ৩ উইকেটে ৪৭ রান উঠেছে। মোমিনুল ৩১, মুশফিক ১০ রান করে উইকেটে অপরাজিত আছেন। সফরকারী উইন্ডিজদের চেয়ে এখনই ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ। হাতে রয়েছে ৭ উইকেট।