বাংলা নিউজ > ময়দান > BAN vs WI: অভিষেককারী মেয়ার্সের ২১০* রান, পঞ্চম দিনে বাংলাদেশে অবিশ্বাস্য জয় ক্যারিবিয়ানদের

BAN vs WI: অভিষেককারী মেয়ার্সের ২১০* রান, পঞ্চম দিনে বাংলাদেশে অবিশ্বাস্য জয় ক্যারিবিয়ানদের

কাইল মেয়ার্স। (ছবি সৌজন্য, টুইটার @ICC)

টেস্টের ইতিহাসে চতুর্থ ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করার নজির তৈরি করেছেন ক্যারিবিয়ানরা।

শুভব্রত মুখার্জি

চতুর্থ দিনের শেষ পর্যন্ত কার্যত ম্যাচটা ছিল বাংলাদেশের হাতের মুঠোয়। চট্টগ্রামে পঞ্চম দিনের খেলা যখন শুরু হয়, তখন অতি বড় ওয়েস্ট ইন্ডিজ সমর্থকও মনে হয় আশা করেননি, এই খর্বশক্তির ক্যারিবিয়ান দল বাংলাদেশের মাটিতে চতুর্থ ইনিংসে প্রায় ৪০০ রান তাড়া করে এক অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেবে। তবে ক্রিকেট ঈশ্বরের ভাবনা চিন্তা হয়তো একটু অন্যরকমের ছিল। তাই বাংলাদেশের মাটিতে চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের মুখের গ্রাস কেড়ে নিয়ে এক অবিশ্বাস্য জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এশিয়ার মাটিতে স্পিন সহায়ক উইকেটে এর আগে চতুর্থ ইনিংসে ৩৯৫ রান তাড়া করে শেষ দিনে এমন জয় পায়নি কোনও আন্তর্জাতিক ক্রিকেট দল।

অভিষেককারী কাইল মেয়ার্স যেন শাকিব-আল-হাসানদের শিখিয়ে দিলেন টেস্ট ম্যাচ কীভাবে খেলতে হয়। চতুর্থ ইনিংসে প্রায় ৪০০ রান করা বিশ্বের যে কোনও ক্রিকেট দলের জন্যই কঠিনতম কাজ। চারদিনের খেলা শেষে স্বাভাবিকভাবেই উইকেট ক্ষতবিক্ষত হয়ে থাকে। বাউন্স থাকে অসমান, স্পিন করে বল। তার ওপর স্পিনিং ট্র্যাকে কার্যত রাজ করছেন স্পিনাররা। করোনাভাইরাসের কারণে এবার বাংলাদেশের সফরে আসেননি একাধিক তারকা প্রথম সারির ক্রিকেটার। ফলে ওয়েস্ট ইন্ডিজ দলে তথাকথিত বড় কোনও তারকা নেই। নতুনদের নিয়ে তারা টেস্ট খেলতে এসেছে।

ওয়েস্ট ইন্ডিজ তিনজনের অভিষেক হয়েছে চট্টগ্রামে। সেই অভিষেককারীই কার্যত সব হিসেব উলটে দিয়ে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে! জয়ের জন্য ৩৯৫ রানের তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে ৩ উইকেটে ১১০ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। পঞ্চম দিনের স্পিন সহায়ক উইকেটে ব্যাটিং করতে নেমে জয়ের জন্য ২৮৫ রান করতে হত। যা প্রায় অসম্ভব বিষয় বলা চলে। কিন্তু নবীন দলের সামনে বাংলাদেশি বোলাররা যেন বোলিংটাই করতে ভুলে গেছিলেন। অভিষিক্ত কাইল মেয়ার্স তুলে এক অসাধারণ অপরাজিত ২১০ রানের ইনিংস খেলেছেন। অভিষেককারী কোনও ক্রিকেটারের রান তাড়া করার সময় এটাই প্রথম দ্বি-শতরান। আরও এক ব্যাটসম্যান একনক্রুমা বোনারের সঙ্গে তিনি ২০৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ জুটি গড়েন এই দুই অভিষিক্ত ক্রিকেটার। চতুর্থ ইনিংসে দুই ক্রিকেটারের এটিই সেরা জুটি। ফলস্বরূপ তিন উইকেটে অবিশ্বাস্য জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ১-০ ফলে এগিয়ে গেল টেস্ট সিরিজে।

এনক্রুমা বোনার আউট হন ২৪৫ বলে ৮৬ রান করে। তাঁকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে বিশাল জুটি ভাঙেন তাইজুল ইসলাম। এরপর কিছু পরেই ব্ল্যাকউডকে বোল্ড করে দেন নইম হাসান। জোসুয়া ডি'সিলভাকে সঙ্গী করে বাংলাদেশি বোলারদের নাস্তানাবুদ করে দেয় মেয়ার্স। মেয়ার্সের ডাবলের পর জসুয়া ডি সিলভাকে (৫৯ বলে ২০) বোল্ড করে জুটি ভাঙেন তাইজুল। তখন ওয়েস্ট ইন্ডিজ জয় থেকে মাত্র তিন রান দূরে। শেষদিকে একটু বেকায়দায় পড়েন ক্যারিবিয়ানরা। কিমার রোচকে (০) সাজঘরে ফেরত পাঠিয়ে মিরাজ ক্যারিবিয়ানদের উপর চাপ তৈরি করে ফেলেছিলেন। তবে মেয়ার্স শেষ পর্যন্ত উইকেটে থেকে আর কোনও অঘটন ঘটতে দেননি। শেষপর্যন্ত ২১০ রানে অপরাজিত থাকেন তিনি। সেই সঙ্গে টেস্টের ইতিহাসে চতুর্থ ইনিংসে পঞ্চম সর্বোচ্চ রান তাড়া করার নজির তৈরি করেছেন ক্যারিবিয়ানরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা? প্রসূণের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খগেনের, নির্বাচন কমিশনে নালিশ ঠুকল তৃণমূল শনি থেকে ঝেঁপে বৃষ্টি? শুক্রে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল পূর্বাভাস মা হচ্ছেন পরিণীতি চোপড়া? জল্পনা উসকাতে অভিনেত্রী লিখলেন, 'ঢিলে পোশাক মানেই...' শততম T20 ম্যাচে একাধিক নজির,NCA-তে দেখেই বুঝেছিলাম বদলে গিয়েছে রিয়ান,বললেন সূর্য ভোটার কার্ডের সমস্যার কথা স্বীকার করল নির্বাচন কমিশন, জেলায় গেল কড়া নির্দেশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.