শুভব্রত মুখার্জি
বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় তিনি। ভারতীয় ফুটবলে যেমন সুনীল ছেত্রী, বাংলাদেশ ফুটবলেও ঠিক তেমনই জামাল ভুঁইয়া। কয়েকদিন আগেই ২০২২ সালের কাতার বিশ্বকাপের এশিয়ার বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল কাতার ও বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে পরাস্ত হয়। ম্যাচ শেষে বাংলাদেশ দলের সবাই দেশে ফিরে আসলেও ফেরেননি জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া।
ব্যক্তিগত কারণে কাতারে থেকে যান তিনি। এবার যা খবর তাতে জানা গিয়েছে, কাতারেই তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। দোহাতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন ওই মিডফিল্ডার।
নয়া বছরের ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে আই লিগ। সেখানে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে খেলার জন্য গত নভেম্বরে চুক্তিও করেছিলেন জামাল। গত বৃহস্পতিবার মহামেডানে যোগ দেওয়ার কথা ছিল জামালের। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় এখন জামালের কলকাতায় আসা নিয়েও অনিশ্চিয়তা তৈরি হয়েছে।
বাংলাদেশ ফুটবল ফে়ডারেশন এবং কাতার ফুটবল অ্যাসেসিয়েশন সবসময় জামালের স্থাস্থ্যের খোঁজখবর রাখছে। জামাল করোনাতে আক্রান্ত হওয়ার পর মহামেডান তাঁর জায়গায় এশিয়ান কোটায় নতুন ফুটবলার খুঁজছে বলে সূত্রের খবর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।