এফআইডিই মাস্টার্সে বড় দাবি করে বসলেন বাংলাদেশের দাবাড়ু। তিনি দাবি করে বসলেন ম্যাগনাস কার্লসেন নাকি হেরে গেছেন ৯ বছর বয়সী এই বাংলাদেশি দাবাড়ুর কাছে। কালো ঘুটি নিয়েছে নায়েম হক নামে এক ইউসারের বিরুদ্ধে খেলছিলেন কার্লসেন, সেখানে বুলেট ব্লল গেমে ৫০টি দানের পর সরে দাঁড়ান তিনি।
সেই এফআইডিই মাস্টার্স দাবি করেন যে তিনি একজন ৯ বছর বয়সী দাবাড়ুকে কোচিং করাচ্ছিলেন, আর তাঁকেই সেই অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে দিয়েছিলেন। আর তিনিই নাকি ম্যাকনাস কার্লসেনকে সেই অনলাইন দাবা প্রতিযোগিতায় হারিয়ে দিয়েছিল। শনিবার ঘটে ঘটনাটি। এই খেলায় ১ মিনিটের মধ্যে দান দিতে হয়। অর্থাৎ সময়ের সিমাবদ্ধতা রয়েছে। এই ফলাফলের জেরে কার্লসেনের রেটিং পড়ে যায় ১৬ ধাপ।
বাংলাদেশের এক সংবাদমাধ্যকে নইম হক দাবি করেছেন যে তাঁর ৯ বছর বয়সী ছাত্র রায়ান রশিদ মুগ্ধা এই অ্যাকান্টটি খেলছিলেন। এরপর তিনি সোশাল মিডিয়ায় দাবি করেছিলেন, যেহেতু রায়ান নামক সেই ছাত্রের কোনও টাইটেল নেই, তাই ও খেলতে পারত না এই প্রতিযোগিতায়। সেই জন্য তিনি নিজের Chess.com-র অ্যাকাউন্টি দিয়ে তাঁকে খেলতে দিয়েছিলেন। আর সেই অ্যাকাউন্ট দিয়ে খেলেই নাকি রায়ান হারিয়ে দিয়েছেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন তথা বর্তমানে ১ নম্বর দাবাড়ু কার্লসেনকে।
আরও পড়ুন-রেস্তোরাঁয় একা শ্রেয়সকে দেখে ভক্তের অনুরোধ অটোগ্রাফের! খোশমেজাজে তুললেন সেলফিও
যদিও দেখতে হবে, আদৌ এই প্রতিযোগিতার নিয়মের মধ্যে রয়েছে কিনা নিজের অ্যাকাউন্ট অন্য কাউকে ব্যবহার করতে দেওয়া। কারণ সেই অনলাইন ওয়েবসাইটে দাবি করা হয়েছে একমাত্র টাইটেল থাকা প্লেয়াররাই সেখানে খেলতে পারবেন। নইম দাবি করেন, ‘আমি মুগ্ধকে দাবা সেখাই, আর ও অনলাইনে খেলতে পছন্দ করে। আমি ওকে আমার আইডি ব্যবহার করতে দিয়েছিলাম। হঠাৎই আমায় ফোন করে বলল যে ও কার্লসেনকে হারিয়ে দিয়েছে। শুরুতে আমি বিশ্বাস করতে পারিনি। তারপর ও আমায় স্ক্রিনশট আর খেলার বিস্তারিত তথ্য পাঠিয়ে দেয়, যা দেখে আমি অবাক হয়ে যাই ’।
কার্লসেন এখনও পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। যদিও শোনা যাচ্ছে মাউস ভুল করে স্লিপ খেয়ে যায় কার্লসেনের, যেটা অনলাইন খেলায় খুব একটা অস্বাভাবিক নয়। যেটা এর আগেও খেলায় কার্লসেনকে করতে দেখা যায়। এর আগে অবশ্য খেলায় বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন কার্লসেন। কিন্তু মার্কসেনের কিছু দানের পরই নইম হক এগিয়ে যেতে থাকে। এরপর আরও ৩০ দান পর্যন্ত কার্লসেন এগোলেও শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ান ম্যাচ থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।