সবেমাত্র শেষ হয়েছে ভারত-বাংলাদেশ সিরিজ। বাংলাদেশ সফরে গিয়ে ভারত ওডিআই সিরিজ হাতছাড়া করলেও টেস্ট সিরিজ জিতে নেয়। শাকিব আল হাসানদের হারিয়ে সবেমাত্র দেশে ফিরেছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলরা। একই অবস্থা বাংলাদেশ ক্রিকেট দলেরও। ভারতের সঙ্গে সিরিজ খেলে ক্রিকেটাররা প্রত্যেকেই নিজের বাড়িতে ফিরে গিয়েছেন। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন রাসেল ডমিঙ্গো। মঙ্গলবার রাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিসিবি ডমিঙ্গোর ইস্তফার কথা স্বীকার করে নিয়েছে। সেইসঙ্গে ডমিঙ্গোর পদত্যাগ পত্রও গ্রহণ করেছে বিসিবি।
২০১৯ সালের আগস্ট মাসে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হিসাবে দায়িত্ব নেন ডমিঙ্গো। দুই বছরের জন্য বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন তিনি। তাঁর আমলে বেশ ভালো পারফরম্যান্স করেছিল বাংলাদেশ। সেই কারণে ২০২১ সালে চুক্তি বাড়ায় বিসিবি। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি বৃদ্ধি করা হয়। কিন্তু তার আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার।
বিসিবি সূত্রে খবর,ডমিঙ্গোকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। যা কানে গিয়েছিল ডমিঙ্গোর। ঠিক সেই কারণেই নিজে থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাশাপাশি এও শোনা যাচ্ছে, ভারত-বাংলাদেশ সিরিজের আগেই ডমিঙ্গোকে সরিয়ে দিতে চেয়েছিল বিসিবির একাংশ। কিন্তু তাতে অনেকেই রাজি হয়নি। আপাতত বাংলাদেশের কোনও সিরিজ নেই। মার্চ মাসে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড। ফলে এই সময়ে নতুন কোচ দায়িত্ব নিলে কোনও রকম সমস্যা হবে না।
ইতিমধ্যেই বিসিবি নতুন কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে। সূত্রের খবর, শাকিবদের আগের কোচ চন্ডিকা হাথুরুসিংহে কেও ফিরিয়ে নিয়ে আসা হতে পারে। তবে কোন বাঁছাই নিয়ে এখনই কিছু জানায়নি বিসিবি। তবে ডমিঙ্গোর সরে যাওয়া অনেক প্রশ্ন ছুড়ে দিয়ে গেল। এমনটাও শোনা যাচ্ছে, বিসিবি কর্তাদের সঙ্গে ডমিঙ্গোর দূরত্ব তৈরি হয়েছিল। সেই কারণেই সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় বিসিবি।
প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে মীরপুর টেস্ট শেষে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছিলেন তারা ভালো কোচের সন্ধান করছেন। ঠিক তখনই ডমিঙ্গো বুঝতে পারেন, তাকে আর রাখা হবে না। ডমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর মাউন্ট মঙ্গানুইতে টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ হারানোর মতো সাফল্য রয়েছে।