ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টেই আগেই দুরমুশ হয়েছিল বাংলাদেশ। এবার শাকিব আল হাসানের নেতৃত্বাধীন দল দ্বিতীয় টেস্টেও ১০ উইকেটে লজ্জাজনকভাবে পরাজিত হল। এই পরাজয়ের জেরেই এক সর্বকালীন লজ্জাজনক তালিকায় একেবারে শীর্ষে পৌঁছে গেল ওপার বাংলার দল।
২০০০ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টেস্টে অভিষেক করেছিল বাংলাদেশ। তারা এখনও পর্যন্ত ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে মোট ১৩৪টি ম্যাচ খেলেছে। টেস্টে জয়ের সংখ্যা মাত্র ১৬ হলেও, এই টেস্টেই পরাজয়ের বিচারে সেঞ্চুরি হাঁকিয়ে দিল টাইগাররা। লাল বলের ক্রিকেটে এটি বাংলাদেশের শততম পরাজয়। ক্রিকেট বিশ্বে নবম দল হিসাবে ১০০টি টেস্ট হারল বাংলাদেশ। তবে এত অল্প ম্যাচ খেলে ১০০টি ম্যাচ হারার রেকর্ড আর কোনও দলের নেই। এতদিন এই রেকর্ডের মালিক ছিল নিউজিল্য়ান্ড।
আরও পড়ুন:-
কত ম্য়াচ খেলে দলগুলি ১০০টি টেস্ট হেরেছে?
বাংলাদেশ- ১৩৪টি
নিউজিল্যান্ড- ২৪১টি
শ্রীলঙ্কা- ২৬৬টি
দক্ষিণ আফ্রিকা- ২৭৯টি
ভারত- ৩০৩টি
ইংল্যান্ড- ৩৪৭টি
পাকিস্তান- ৩৫৭টি
ওয়েস্ট ইন্ডিজ- ৩৬৮টি
অস্ট্রেলিয়া- ৩৭৪টি
আরও পড়ুন:- WTC Points Table: শাকিবদের নাস্তানাবুদ করে পাকিস্তানের ঘাড়ে উঠে এল ক্যারিবিয়ানরা, তিনে ভারত
উপরের তালিকায় স্পষ্ট করে দেয় যে এই লজ্জার রেকর্ডে বাংলাদেশের ধারেকাছেও আর কোনও দল নেই। বাংলাদেশ যেখানে ১৬টি ম্য়াচ জিতেই ১০০টি হেরে বসে রয়েছে, সেখানে বাকিদের জয়ের পরিমাণও অনেকটা বেশি ছিল। শততম পরাজয়ের আগে ভারত ৫৭টি, পাকিস্তান ১০৭টি এবং ওয়েস্ট ইন্ডিজ ১৩৮টি ও ইংল্যান্ড ১৩৯টি ম্যাচে জয় পায়। আর অস্ট্রেলিয়া সর্বাধিক, ১৭০টি ম্যাচ জেতার পরেই ১০০টি ম্যাচ হারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।