একদিনের ক্রিকেটের শেষ চারে উঠতে পারে বাংলাদেশ, এমনই দাবি করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দু'দিনের ঝটিকা সফরে সস্ত্রীক বাংলাদেশ গিয়েছিলেন সৌরভ। সেখানে গিয়ে বাংলাদেশের উন্নয়ন, খেলা নিয়ে একাধিক মন্তব্য করেছেন মহরাজা। সেখানেই তিনি বলেন, ‘ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ টিমকে নিয়ে অনেক প্রত্যাশা। যদি ভাগ্য সহায় হয় আর খেলোয়াড়রা ভালো ফর্মে থাকেন। বিশেষত স্পিনার এবং পেসাররা ফর্মে থাকলে কোয়ার্টার ফাইনাল, এমন কী সেমি ফাইনালেও যেতে পারে বাংলাদেশ।’
এই বছরই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। সেখানে বাংলাদেশকে নিয়ে জোর জল্পনা রয়েছে। সেখান ভারতের প্রাক্তন তারকা ক্রিকেটারের প্রশংসা নিঃসন্দেহে অনুপ্রাণিতর করবে টাইগারদের। গত বৃহস্পতিবার তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রর্স কাপের উদ্বোধন করেন। সৌরভ বলেছিলেন, ‘এই দেশের প্রতি আমার টান রয়েছে। বাংলাদেশ থেকে অসম্ভব ভালোবাসা পাই।’
আরও পড়ুন: মুরলির রেকর্ড ভাঙলেন, কিউয়িদের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরালেন অ্যান্ডারসন, সঙ্গ দিলেন লিচ
বাংলাদেশের প্রিমিয়ার লিগ নিয়েও উল্লেখযোগ্য মন্তব্য করতে শোনা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। বিপিএল-এর ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসান। এই নিয়ে তীব্র বিতর্কও তৈরি হয়েছিল ওপার বাংলায়। বিপিএল নিয়ে সৌরভ আবার বলেন, ‘এই উদ্যোগ আরও ভালো করা সম্ভব। পাপন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে (বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন)। যদি তিনি ডাকেন তা হলে আসার বিষয়টি নিয়ে ভাবব।’ টি-টোয়েন্টিকে ‘পাওয়ার হিটার ফর্ম্যাট’ বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ছক্কা মেরে ধোনিকে ছুঁলেন তারকা কিউয়ি পেসার, খুব শীঘ্রই ভাঙতে পারেন ভিভের রেকর্ডও
বাংলাদেশে গিয়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। ডোনা গঙ্গোপাধ্যায়ও সঙ্গে ছিলেন। শেখ হাসিনার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুসম্পর্ক দীর্ঘ দিনের। প্রথম গোলাপী বলে ডে-নাইট টেস্টে ইডেন গার্ডেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা।
এই সাক্ষাতের পর বাংলাদেশের সংবাদমাধ্যমকে নিজেই সৌরভ জানিয়েছেন, ‘আপনাদের প্রধানমন্ত্রী আমার ফেভারিট মানুষ। কোনও কাজে আসিনি। এমনি দেখা করলাম। অসাধারণ মানুষ। ক্রিকেট নিয়েও কথা হয়েছে। আমার সঙ্গে পাপন ভাইও ছিলেন। বাংলাদেশে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলবে। উনি (শেখ হাসিনা) এত ব্যস্ত, সারা বাংলাদেশের মানুষের কথা ভাবতে হয়। তারপরেও খেলাধুলোয় খুব আগ্রহ। আমার কোভিড পরীক্ষা করেছিলাম। উনি বলেন ব়্যাপিড টেস্ট করিয়ে নিয়ে আসতে। এই ছোট্ট জিনিসগুলো মনে রাখেন। সেই জন্যই এত বড় জায়গায় পৌঁছেছেন।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।