বাংলা নিউজ > ময়দান > Bangladesh Legends viral fielding video: এরা আদৌও লেজেন্ডস? বাংলাদেশ প্রাক্তনীদের হাস্যকর ফিল্ডিংয়ের পর প্রশ্ন নেটপাড়ার

Bangladesh Legends viral fielding video: এরা আদৌও লেজেন্ডস? বাংলাদেশ প্রাক্তনীদের হাস্যকর ফিল্ডিংয়ের পর প্রশ্ন নেটপাড়ার

সেই ফিল্ডিংয়ের ভাইরাল ভিডিয়ো। (ছবি সৌজন্যে টুইটার)

Bangladesh Legends viral fielding video: বাংলাদেশ লেজেন্ডসের সেই ভিডিয়ো দেখে এক নেটিজেন বলেন, 'দেখে মনে হচ্ছে যেন ইউরোপিয়ান ক্রিকেট লিগ চলছে। কিন্তু আদতে এটা লেজেন্ডদের (কিংবদন্তীদের) লিগ।'

'লেজেন্ডস'-দের লিগ। কিন্তু বাংলাদেশ লেজেন্ডসের খেলোয়াড়রা এমন হাস্যকার কাণ্ড করলেন যে মনে হচ্ছিল 'গলি ক্রিকেট' চলছে। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা তুমুল ট্রোল করছেন বাংলাদেশের লেজেন্ডসকে।

মঙ্গলবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শ্রীলঙ্কা লেজেন্ডসের বিরুদ্ধে ৭০ রানে হেরে গিয়েছে বাংলাদেশ লেজেন্ডস। সেইসব ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, শ্রীলঙ্কার ব্যাটার লেগ সাইডে মারতে গেলেও ব্যাটের উপরের অংশে লেগে বলটা উইকেটের পিছনের দিকে চলে যায়। উইকেটকিপারের মাথার উপর দিয়ে বলটা কিছুটা উড়ে যায়।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সেই বল ধরতে পিছন থেকে ছুটছেন বাংলাদেশের উইকেটকিপার। কিন্তু তাঁকে দেখেই মনে হচ্ছিল যে বলটা ধরতে পারবেন না। ঠিক সেটাই হয়। বাংলাদেশের উইকেটকিপারের কিছুটা সামনে বল পড়ে। তিনি অবশ্য আগেই হাল ছেড়ে দেন। ততক্ষণে শ্রীলঙ্কার ব্যাটাররা এক রান নিয়ে নেন। তবে তখনও বল ধরতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। অপর এক ফিল্ডার যতক্ষণে বল ধরেন, ততক্ষণে আরও এক রান নিয়ে ফেলে শ্রীলঙ্কা। তারপরই আরও হাস্যকর ঘটনা ঘটে।

ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, বলটা হাতে ধরে হেঁটে-হেঁটে আসছেন বাংলাদেশের ফিল্ডার। ততক্ষণে আরও এক রানের (তৃতীয় রান) জন্য দৌড়ান শ্রীলঙ্কার ব্যাটাররা। তা দেখে নন-স্ট্রাইকার এন্ডের দিকে বল ছোড়েন ফিল্ডার। কিন্তু এমন জায়গায় বল ছোড়েন যে বাংলাদেশের কোনও ফিল্ডার সেখানে ছিলেন না। তার ফলে দৌড়ে আরও রান নিয়ে ফেলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। অর্থাৎ দৌড়ে চার রান নেন তাঁরা।

আরও পড়ুন: Road Safety World Series: সচিনদের ৩টি ম্যাচ ভেস্তে গিয়েছে বৃষ্টিতে, তবু সেমিফাইনালে ইন্ডিয়া লেজেন্ডস, দেখুন পয়েন্ট টেবিল

সেই হাস্যকর ঘটনার জেরে স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। এক নেটিজেন লেখেন, 'এটা আমি কী দেখে ফেললাম!' অপর একজন কটাক্ষ করেন, 'এমনিতেই বিশ্বমানের বোলিং। তাতে যোগ হয়েছে বিশ্বমানের ফিল্ডিং।' একইসুরে অপর এক নেটিজেন খোঁচা দেন, 'বিশ্বমানের ক্রিকেট দল।' আরও এক ভারতীয় নেটিজেন বলেন, 'দেখে মনে হচ্ছে যেন ইউরোপিয়ান ক্রিকেট লিগ চলছে। কিন্তু আদতে এটা লেজেন্ডদের (কিংবদন্তীদের) লিগ।' অপর একজন বলেন, 'আমার কিছু বলার নেই।' অপর একজন আবার সেই হাস্যকর ভিডিয়ো রিটুইট করে বলেন, 'আপনার এই সপ্তাহটা কেমন চলছে? নিশ্চয়ই এর থেকে ভালো।'

আরও পড়ুন: Road Safety World Series - Ind legends vs Aus legends-বৃষ্টিতে খেলা পণ্ড, বৃহস্পতিবার শেষ হবে বাকিটা

বাংলাদেশের হাস্যকর ফিল্ডিংয়ের সেই রেশ যেন বোলিং, ব্যাটিংয়েও পড়েছিল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২১৩ রান তোলে শ্রীলঙ্কা লেজেন্ডস। ৩০ বলে তিলকরত্নে দিলশান করেন ৫১ রান। ২৫ বলে ৩৭ রান করেন সনৎ জয়সূর্য। সেই রান তাড়া করতে নেমে ২০ ওভারে আট উইকেটে ১৪৩ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।

বাংলাদেশের প্রথম একাদশে কারা কারা ছিলেন?

আফতাব আহমেদ, নাজিমুদ্দিন, তুষার ইমরান, অলোক কাপালি, ধীমান ঘোষ, আবুল হাসান, আলমগির কবীর, মহম্মদ শরিফ, এলিয়া সানি, শাহবাদ হোসেন এবং আবদুর রজ্জাক।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স শ্যুটিংয়ের পাশাপাশি মডেলিংয়েও তুখোড় মনু! প্রমাণ দিলেন ল্যাকমে ফ্যাশন উইকে মিষ্টিমুখ থেকে কোলাকুলি- 'সারেগামাপা'-র দশমীর বিশেষ পর্বে কী কী চমক? 'পুরুষদের ঘেন্না করি' বলা মধুমিতার চোখ সরছে না নতুন প্রেমিকের থেকে! ‘সিংঘম এগেইন’ ও ‘ভুল ভুলাইয়া ৩’-এর ডিস্ট্রিবিউটরদের চাপে নাকাল হল মালিকরা! ২৯৭ রান তুলে T20I-তে ইতিহাস ভারতের, অক্ষত নেপালের রেকর্ড! গড়ল একের পর এক নজির রানাঘাটে বন্ধ হয়েছে ১১২ ফুটের দুর্গা, প্রায়শ্চিত্ত করতে ৮–৮০ সকলে মস্তক মুণ্ডন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.