বাংলা নিউজ > ময়দান > স্পিনের বিরুদ্ধে ভালো নয় বাংলাদেশ! অধিনায়ক মোমিনুল হকের উত্তর ঘিরে বিতর্ক

স্পিনের বিরুদ্ধে ভালো নয় বাংলাদেশ! অধিনায়ক মোমিনুল হকের উত্তর ঘিরে বিতর্ক

মুশফিকুর রহিমকে আউট করে সাজঘরে ফেরাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বোলার (ছবি:এএফপি) (AFP)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরে বড় প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। স্পিনারদের সামনে দাঁড়াতে পারেনি সফরকারী দল। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমরা স্পিনের বিরুদ্ধে ভালো নই।’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বড় ব্যবধানে হেরে বড় প্রতিক্রিয়া দিলেন বাংলাদেশ অধিনায়ক মোমিনুল হক। স্পিনারদের সামনে দাঁড়াতে পারেনি সফরকারী দল। এ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক বলেন,‘আমরা স্পিনের বিরুদ্ধে ভালো নই।’ ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোমিনুল বলেন,‘আমার মনে হয় স্পিনের বিরুদ্ধে আমরা খুব একটা ভালো খেলোয়াড় নই এবং শুনতে খারাপ লাগতে পারে,তবে দু-একজন খেলোয়াড় ছাড়া অনেক খেলোয়াড় আছেন যারা স্পিন ভালোভাবে সামলাতে পারেন না।’

দক্ষিণ আফ্রিকার স্পিনারদের প্রসঙ্গে মোমিনুল বলেন,‘হয়তো আমরা তাদের সামলাতে ব্যর্থ হয়েছি, কিন্তু আমার মনে হয় একটা ম্যাচ হারার পর অনেক কিছুই আপনার সামনে চলে আসে। আমি মনে করি, স্পিনারদের বিরুদ্ধে আমরা কোথায় রান করতে চাই তা জানা গুরুত্বপূর্ণ।’উল্লেখযোগ্যভাবে,দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশ ৪১৩ রানের লক্ষ্য পায়। তা তাড়া করতে নেমে ৮০ রানের মাঝারি স্কোরেই আউট হয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ও হার্মারের জুটি চমকপ্রদ স্পিন বোলিং করে বাংলাদেশকে ৮০ রানের মধ্যেই আউট করে দেন। দ্বিতীয় ইনিংসে কেশব মহারাজ ৭ উইকেট এবং হারমার ৩ উইকেট নেন।

৪১৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। এমন পরিস্থিতিতে বাংলাদেশকে সিরিজ হারতে হয়েছে। প্রথম টেস্ট ম্যাচেও বিশাল ব্যবধানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজে ক্লিন সুইপ করতে গিয়ে বাংলাদেশ দলকে কোনও সুযোগই দেয়নি দক্ষিণ আফ্রিকা। তবে এরপরে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মোমিনুল হকের অফ ফর্ম নিয়ে প্রশ্ন ওঠে। বাংলাদেশ ক্যাপ্টেন বলেন, ‘দুই-এক ম্যাচ খারাপ খেলতেই পারেন। তার মানে এই না যে আমি আমার জায়গায় নেই। আমি এটা নিয়ে খুব একটা চিন্তিতো নই। আমি জানি কীভাবে রান করতে হয়। আমি এর আগেও এমন অবস্থায় (রান খরায়) ছিলাম, এরপরও বড় রান করেছি।’

বন্ধ করুন