শুভব্রত মুখার্জি: ঘরের মাটিতে টি-২০ ফর্ম্যাটের বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জয় আগেই সম্পন্ন হয়ে গিয়েছিল। মঙ্গলবার রাতে মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে তৃতীয় টি-২০ ম্যাচ ছিল ইংল্যান্ডের কাছে সম্মানরক্ষার ম্যাচ। এই ম্যাচে জিতে হোয়াইটওয়াশ অথবা 'বাংলা ওয়াশ' বাঁচানোই ছিল তাদের লক্ষ্য। যদিও বাস্তবে তা বাঁচানো সম্ভব হয়নি ইংল্যান্ডের পক্ষে। আর বাটলারদের 'বাংলাওয়াশ' করে অধিনায়ক শাকিব আল হাসানের আত্মবিশ্বাসের সঙ্গে দাবি এশিয়ার সেরা ফিল্ডিং দল টাইগাররাই!
এদিন বাংলাদেশ দুর্দান্ত ফিল্ডিং করলেও ইংল্যান্ডের ফিল্ডিং ছিল একেবারেই সাদামাটা। বাংলাদেশের দুই ওপেনারের ক্যাচ ফেলেছেন ইংলিশ ফিল্ডাররা। খারাপ ফিল্ডিংয়ের মাশুল এই ম্যাচে দিতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। জস বাটলারকে সরাসরি থ্রোয়ে যেভাবে রানআউট করেছেন মেহেদী হাসান মিরাজ। ওটাই যে ম্যাচের টার্নিং পয়েন্ট তা মেনে নিয়েছেন ইংল্যান্ড কোচ ম্যাথু মটস থেকে টাইগারদের অধিনায়ক শাকিব আল হাসানও। আর এরপরেই অধিনায়ক শাকিব আল হাসানের দাবি বাংলাদেশের এই দলটিই এখন ফিল্ডিংয়ে এশিয়ার সেরা দল!
ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে শাকিব বললেন, ‘সাধারণ যেকোনো মানুষেরই চোখে পড়েছে, তিন ম্যাচে কেমন ফিল্ডিং করেছি। ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল, এই সিরিজে আমরা ওদের থেকেও ভালো ফিল্ডিং করেছি। সে জায়গা থেকে আমরা অনেকটাই এগিয়ে ছিলাম। এই সিরিজে আমাদের সবচেয়ে বড় উন্নতি হয়েছে ফিল্ডিংয়ে। যেটা সব সময়ই করা উচিত।’
শাকিব আরও যোগ করে জানান, ‘আমাদের পরিকল্পনা রয়েছে এশিয়ার সেরা ফিল্ডিং দল হওয়ার। মনে হয় না আমরা খুব একটা বেশি পিছিয়ে রয়েছি বলে। আমি এটাই বলব এই দলটা হয়তো এশিয়ার সেরা ফিল্ডিং দল।’ উল্লেখ্য মঙ্গলবার মিরপুরে তৃতীয় টি–২০তে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত থ্রোয়ে রানআউট হন ইংল্যান্ডের জস বাটলার। গোটা সিরিজেই দুরন্ত ফিল্ডিং করেছে বাংলাদেশ দল। ইংল্যান্ডের হেড কোচ ম্যাথু মটসও সংবাদ সম্মেলনে এসে দাবি করেন পয়েন্ট থেকে মিরাজের সরাসরি থ্রোয়ে বাটলারের রানআউটই ম্যাচের রং বদলে দিয়েছিল। শাকিব ম্যাচের 'টার্নিং পয়েন্ট' হিসেবে মোস্তাফিজুর রহমানের সেই ওভারটির কথা তুলে ধরেছেন যেখানে পরপর দু বলে তিনি ফেরান দুই সেট হয়ে যাওয়া ব্যাটার ডেভিড ম্যালান ও জস বাটলারকে।