শুভব্রত মুখার্জি: বৃহস্পতিবার চট্টগ্রামে ইতিহাস রচনা করল বাংলাদেশ সিনিয়র ক্রিকেট দল। বর্তমান টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিমনদের হারিয়ে দিয়ে ইতিহাস রচনা করল টাইগাররা। চট্টগ্রামে টি-২০তে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম জয় তুলে নিল তারা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে কার্যত ছয় উইকেটের ব্যবধানে সহজ জয় পেল শাকিব বাহিনী। ১২ বল বাকি থাকতেই জয় সুনিশ্চিত করল টাইগাররা। টি-২০ ফর্ম্যাটে এর আগে দুবার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। প্রথমবারে হারলেও দ্বিতীয় সাক্ষাতেই তাঁদের প্রথম জয় তুলে নিল তারা।
এদিন প্রথমে ব্যাট করতে নেমে জস বাটলার বাহিনী নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান করতে সমর্থ হয়। শুরুটা বেশ ভালো করেছিলেন তাদের দুই ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার। প্রথম উইকেট জুটিতেই ওঠে ৮০ রান। ৩৫ বলে ৩৮ রান করে আউট হন ওপেনার ফিল সল্ট। নাসুম আহমেদের বলে ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অধিনায়ক জস বাটলার একটি দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস উপহার দেন। ৪২ বলে ৬৭ রান অরে আউট হন তিনি। তাঁর ইনিংস সাজানো ছিল চারটি চার এবং চারটি ছয়ে। বেন ডাকেট ১৩ বলে ২০ রান করেন। এছাড়া আর কোনও ইংলিশ ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ দুটি উইকেট নেন।
জয়ের জন্য রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। ৩৩ রানের মাথায় পড়ে তাদের প্রথম উইকেট। ১২ রান করে আউট হন লিটন দাস। ১৪ বলে ২১ রান করে আউট হন অপর ওপেনার রনি তালুকদার। ৩০ বলে ৫১ রানের একটি ঝোড়ো ইনিংস উপহার দেন নাজমুল হোসেন শান্ত। হাঁকিয়েছেন আটটি চার। তাঁকে যোগ্য সঙ্গত দেন তৌহিদ হৃদয় এবং অধিনায়ক শাকিব আল হাসান। ১৭ বলে ২৪ রান করেন তৌহিদ হৃদয়। ২৪ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের হয়ে ঐতিহাসিক জয় নিশ্চিত করেন শাকিব। দুই ওভার বাকি থাকতেই ছয় উইকেট হাতে নিয়ে নিজেদের টি-২০ ক্রিকেট ইতিহাসে এক ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।