শুভব্রত মুখার্জি: শেষ টি-২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। আর তাদেরকেই নাকি নিজেদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ দল! টাইগারদের কাছে ৩-০ ফলে টি-২০ সিরিজ হারতে হয়েছে ইংল্যান্ডকে। আর এরপরেই ঘরে বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছে জস বাটলারদের। ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিরিজ হারের হতাশা ধরা পড়ল ইংল্যান্ডের কোচ ম্যাথু মটসের গলাতে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন বাংলাদেশের বিরুদ্ধে এই সিরিজ হার নিঃসন্দেহে যন্ত্রণার। ম্যাথু মটসের মতে ওয়ানডে বিশ্বকাপের আগেই এই হার তাদের চোখ খুলে দিয়েছে।
ম্যাচ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মটস জানিয়েছেন, 'বাংলাদেশে আমরা শেষটা ভালোভাবে করতে চেয়েছিলাম। আমাদের যে চ্যালেঞ্জের মুখে এই সিরিজে পড়তে হয়েছে সেকথা মাথায় রেখে বলব এই সিরিজ আমাদের জন্য দুরন্ত একটা সিরিজ গিয়েছে। ঘরের মাটিতে বাংলাদেশ খুব শক্তিশালী একটা দল। আজকের ম্যাচেও আমরা সেটা বারবার বুঝেছি। সবাই ম্যাচে পারফরম্যান্স করতে মুখিয়ে ছিল। তবে জানি না ঠিক কোন কারণে আজকে আমরা বল পরিষ্কারভাবে ধরতে পারিনি। আমাদের ফিল্ডিং আজ ভালো হয়নি। সেটা গ্রাউন্ড ফিল্ডিং হোক কিংবা ক্যাচিং। এই সিরিজ হারটা আমাদের কাছে অত্যন্ত যন্ত্রণার।'
এদিন হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাটলারের (জস) ওই রান আউটের প্রসঙ্গ তুলে আনেন মটস। তিনি বলেন 'ম্যাচের টার্নিং পয়েন্ট মিরাজের ওই থ্রো। আমি মনে করি, আজকে টার্নিং পয়েন্ট ছিল (মিরাজের করা) ওই রান আউট। অসাধারণ ফিল্ডিং ছিল ওটা। জস (বাটলার) সেট থাকলে আপনি শেষ দিকে ভরসা পাবেন যে ম্যাচ আপনি জিততে পারেন। ওই পথেই আজ এগিয়ে নিয়ে যাচ্ছিল সে। তখন ওই ঘটনা (রানআউট) খেলাটাকে পুরোপুরি বদলে দেয়। ওই ওভারে আমরা দুটি উইকেট হারিয়েছি। আমি মনে করি (জেতার জন্য) যথাযথ মঞ্চ প্রস্তুত ছিল আমাদের। ওদের দুজনের মধ্যে একজনও যদি শেষ পর্যন্ত খেলতে পারত, শেষ দিকে আমরা একটা চেষ্টা করতে পারতাম জয়ের জন্য।'
মটসের মতে 'আজকের ম্যাচটা আমরা যেভাবে শেষ করেছি তাতে যেন কিছুটা হলেও তিক্ততা লেগে থাকল আমাদের জন্য। তবে এটা আমাদের চোখ খুলে দেওয়ার কাজ অবশ্যই করবে। আমাদেরকে দেখিয়ে দেবে যে আমাদের কোথায় আরও উন্নতি করতে হবে।'