বাংলা নিউজ > ময়দান > Bangladesh vs Sri Lanka: একগাদা ভুল, তবে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার জন্য বস্তাপচা অজুহাত বাংলাদেশ অধিনায়ক শাকিবের

Bangladesh vs Sri Lanka: একগাদা ভুল, তবে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার জন্য বস্তাপচা অজুহাত বাংলাদেশ অধিনায়ক শাকিবের

আম্পায়ারের সঙ্গে তর্ক করছেন শাকিব আল হাসান। ছবি- এপি (AP)

একটিও ম্যাচ না জিতে Asia Cup 2022 থেকে বিদায় গত দু'বারের ফাইনালিস্ট বাংলাদেশের।

শেষ চারটি এশিয়া কাপের আসরে বাংলাদেশ তিনবার ফাইনাল খেলেছে। গত দু'বারে ফাইনালিস্ট দল যদি গ্রুপ লিগের বাধা টপকাতে না পারে, তবে ব্যর্থতার জন্য কোনও অজুহাতই যথেষ্ট নয়। একটিও ম্যাচ না জিতে বিদায় নেওয়া বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে লড়াই চালিয়েছে বটে, তবে তাদের হারের জন্য অসংখ্য ভুল ভ্রান্তিই দায়ি। ম্যাচের শেষে ক্যাপ্টেন শাকিব আল হাসান অবশ্য সেই সব ভুল ভ্রান্তির কথা উল্লেখ করলেন না। বরং হারের জন্য দায়ি করলেন বিশেষ একটি বিষয়কেই।

হারের কারণ হিসেবে কোন বিষয়কে দায়ি করলেন শাকিব?
শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের জন্য সরাসরি নিজেদের ডেথ বোলিংয়ের দিকে আঙুল তুললেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘ডেথ বোলিংয়ে আমাদের উন্নতি করতে হবে। কেননা, এখানেই আমরা মার খাচ্ছি। ওদের ৮ উইকেট পড়ে গিয়েছিল। শেষ ২ ওভারে ১৭-১৮ রান বাকি ছিল। ওরা বেশ কিছু বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায়। আমরা শেষবেলায় মোটেও ভালো বল করিনি।’

ম্যাচ হেরে আর কী বলেন বাংলাদেশ দলনায়ক?
শাকিব আরও বলেন, ‘যেভাবে ওরা স্নায়ুর চাপ সামলে লড়াই চালায়, তার জন্য শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে। উইকেট তোলাই আমাদের লক্ষ্য ছিল এবং পেসাররা উইকেট পাচ্ছিলও। চাপ ছিল শ্রীলঙ্কার উপরেই। বিশ্বকাপের আগে বেশ কিছু জায়গায় আমাদের ভুল ভ্রান্তি শুধরে নিতে হবে।'

আরও পড়ুন:- Asia Cup 2022 Super-4 Fixtures: গ্রুপ চ্যাম্পিয়ন ভারত, দেখে নিন সুপার ফোরে কবে কাদের বিরুদ্ধে মাঠে নামবেন রোহিতরা

শেষ ২ ওভারে ম্যাচ কোথায় দাঁড়িয়ে ছিল?
জয়ের জন্য শেষ ২ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৫ রান। ১৯তম ওভারে এবাদত হোসেন ১৭ রান খরচ করেন। সেই ওভারেই রান-আউট হন চামিকা করুণারত্নে। ১৯তম ওভারে প্রতি বলের গতিবিধি ছিল এরকম-
১৮.১ ওভার: ২ রান
১৮.২ ওভার: ২ রান
১৮.৩ ওভার: নো-বলে ৪ (৫ রান)
১৮.৩ ওভার: ২ রান,
১৮.৪ ওভার: লেগ-বাই ১ রান
১৮.৫ ওভার: রান-আউট
১৮.৬ ওভার: ওয়াইড (১ রান)
১৮.৬ ওভার: ৪ রান।

শেষ ওভারে জয়ের জন্য ৮ রান দরকার ছিল শ্রীলঙ্কার। তারা মেহেদি হাসানের ২টি আইনসিদ্ধ বলেই ম্যাচ জিতে যায়। শেষ ওভারে প্রতি বলের গতিবিধি ছিল এরকম-
১৯.১ ওভার: লেগ-বাই ১ রান
১৯.২ ওভার: ৪ রান
১৯.৩ ওভার: নো-বলে ২ (৩ রান)।

আরও পড়ুন:- গ্যালারিতে হাঁটু গেড়ে বসে বান্ধবীকে প্রোপোজ কোটিপতি ক্রিকেটার কিঞ্চিতের

ম্যাচের সংক্ষিপ্ত ফল
শুরুতে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ১৯.২ ওভারে ৮ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৪ রান সংগ্রহ করে নেয়। ৪ বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জেতে শ্রীলঙ্কা।

বন্ধ করুন