বাংলা নিউজ > ময়দান > অবশেষে তামিলনাড়ুর বিরুদ্ধে জয়ের মুখ দেখল বাংলাদেশ একাদশ, বাঁচাতে পারবে সিরিজ?

অবশেষে তামিলনাড়ুর বিরুদ্ধে জয়ের মুখ দেখল বাংলাদেশ একাদশ, বাঁচাতে পারবে সিরিজ?

জয়ের মুখ দেখল বাংলাদেশ একাদশ (Getty Images)

বাংলাদেশ নিয়মিত ব্যবধানে এদিন উইকেট হারায়। ফলে সমস্যায় পড়তে হয় দলকে। সপ্তম উইকেটে তাঁরা ৬৪ রানের জুটি গড়ে। তৌহিদ হৃদয় এবং মহম্মদ তাইজুল ইসলামের জুটিতে সম্মানজনক স্কোরে পৌঁছয় তাঁরা।

শুভব্রত মুখার্জি: তামিলনাড়ুর বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে অবশেষে জয়ে ফিরল বাংলাদেশ একাদশ। প্রথম দুই ম্যাচে তাঁদের হারতে হয়েছিল। তৃতীয় ম্যাচে তাঁরা জয়ের মুখ দেখল। ১৯ রানে ম্যাচ জিতল তারা। উল্লেখ্য প্রথম ম্যাচে মাত্র ১১ রানে হারতে হয়েছিল তাঁদের। আর দ্বিতীয় ম্যাচে বৃষ্টির কারণে ডাক ওয়ার্থ-লুইস পদ্ধতিতে হারের সম্মুখীন হতে হয় তাঁদের।তবে তৃতীয় ম্যাচে ১৯ রানে জিতে চার ম্যাচের সিরিজে কামব্যাক করল তাঁরা। চেন্নাইতে এদিন তাঁদের জয়ের ফলে সিরিজের ফয়সালা হবে চতুর্থ ম্যাচেই।

প্রসঙ্গত এদিন টসে জিতে ব্যাটিং নেয় সফরকারীরা। তবে মাত্র ৪৮.৪ ওভারেই অল আউট হয়ে যায় তারা। মাত্র ২২০ রানে থেমে যায় তাঁদের ইনিংস। তাঁদের হয়ে একটি দুরন্ত ইনিংস খেলেন মহম্মদ তৌহিদ হৃদয়। তিনি ৭৪ বল খেলে করেন ৬৬ রান। তাঁর ইনিংস সাজানো ছিল দুটি চার এবং দুটি ছয়ে। তাঁকে যোগ্য সঙ্গত দেন এনামুল হক বিজয়। তিনি করেন ৪২ রান। এদিন তামিলনাড়ুর হয়ে অনবদ্য বোলিং করেন ডানহাতি পেসার এইচ ত্রিলোক নাগ। তিনটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও বাঁহাতি স্পিনার এস অজিত রাম এবং এস মোহন প্রসাথ দুটি করে উইকেট নেন।

বাংলাদেশ নিয়মিত ব্যবধানে এদিন উইকেট হারায়। ফলে সমস্যায় পড়তে হয় দলকে। সপ্তম উইকেটে তাঁরা ৬৪ রানের জুটি গড়ে। তৌহিদ হৃদয় এবং মহম্মদ তাইজুল ইসলামের জুটিতে সম্মানজনক স্কোরে পৌঁছয় তাঁরা। এদিন তামিলনাড়ু তাঁদের একাধিক প্রথম সারির ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল। তা সত্ত্বেও রান তাড়া করতে নেমে একটা সময় তাঁদের স্কোর ছিল ২ উইকেটে ১৩৮ রান। অধিনায়ক প্রদোসরঞ্জন পাল ১০৮ বলে ৭০ রানের একটি ইনিংস খেলেন। ড্যারিল এস ফেরারিও তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে করেন ৬১ বলে ৪০ রান। তৃতীয় উইকেটে দুজনে ১০১ রান যোগ করেন। চতুর্থ উইকেটে ইউ মুকিলেশের সঙ্গে জুটিতে ২৬ রান তোলেন প্রসাদ। তবে এরপর প্রসাদ আউট হতেই খেই হারায় তামিলনাড়ুর ইনিংস। বাংলাদেশ স্পিনারদের দাপটে ৪৮ ওভারে ২০১ রানে অলআউট হয়ে যায় তামিলনাড়ু। ফলে ১৯ রানে জয় পায় বাংলাদেশ একাদশ। আপাতত আয়োজক ভারত সিরিজে ২-১ ফলে এগিয়ে রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন বিকিনিতে বিদেশিনী, বাবার কোলে থাকা খুদে হাঁ! ২বার বিয়ে ভাঙা নায়ককে চিলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.