ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়লেন বাংলাদেশের আনামুল হক। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে কোনও লিস্ট ‘এ’ টুর্নামেন্টে ১,০০০ রান করলেন। ভেঙে দিলেন ৩১ বছরের পুরনো রেকর্ড। যা গড়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা তথা আইপিএলে (IPL 2022) সানরাইজার্স হায়দরাবাদের কোচ টম মুডি।
এবার ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত ফর্মে ছিলেন প্রাইম ব্যাঙ্ক ক্রিকেট ক্লাবের আনামুল। ১৪ ম্যাচে করেছেন ১,০৪২ রান। গড় ৮০.১৫। স্ট্রাইক রেট ৯৭.৪৭। সর্বোচ্চ করেছেন ১৮৪ রান। সার্বিকভাবে তিনটি শতরান করেছেন। অর্ধশতরান করেছেন আটটি ম্যাচে। অর্থাৎ টুর্নামেন্টের মাত্র তিনটি ম্যাচে অর্ধশতরানের কম করেছেন আনামুল। সেই পরিসংখ্যানটা যে কোনও খেলোয়াড়ের জন্য অবিশ্বাস্য।
আরও পড়ুন: IPL News 2022: ‘টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াক কোহলি’, কঠোর সত্যিটা বলেই দিলেন শাস্ত্রী
মঙ্গলবারও শতরান করেছেন আনামুল। রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে ওপেনিংয়ে নেমে মাত্র ৮৪ বলে ১১২ রানের অপরাজিত ইনিংস খেলেন। ম্যাচের সেরাও নির্বাচিত হন। ২০১২ সালে বাংলাদেশের জার্সিতে একদিনের ক্রিকেটে অভিষেক হয় আনামুলের। মোট ৩৮ টি একদিনের ম্যাচ খেলেছেন। করেছেন ১,০৫২ রান। গড় ৩০.০৫। তিনটি শতরান এবং তিনটি অর্ধশতরান করেছেন। চারটি টেস্ট এবং ১৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচেও খেলেছেন।
লিস্ট ‘এ’ টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা -
১) আনামুল হক, ঢাকা প্রিমিয়ার লিগ, ২০২২ সাল, ১০৪২ রান।
২) টম মুডি, সানডে লিগ, ১৯৯১ সাল, ৯১৭ সাল।
৩) জিমি কুক, সানডে লিগ, ১৯৯০ সাল, ৯০২ সাল।
৪) জ্যাকস রুডলফ, প্রো৪০, ২০১০ সাল, ৮৬১ সাল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।