উইম্বলডনের মহিলাদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি হতে চলেছেন জাসমিন পাওলিনি এবং বারবোরা ক্রেজসিকোভা। এই নিয়ে টানা দ্বিতীয় গ্রান্ডস্লাম ফাইনালে উঠলেন ইতালির জাসমিন পাওলিনি। ফরাসি ওপেনের ফাইনালে উঠে ছিলেন। দুরন্ত ছন্দেই ছিলেন তিনি। কিন্তু ফাইনালে ইগা সুয়াটেকের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেন তিনি। এবার সামনে একটি গ্র্যান্ডস্লাম জয়ের মালিক বারবোরা ক্রেজসিকোভা। যার বিরুদ্ধে অবশ্য পরিসংখ্যানে পিছিয়ে রয়েছেন তিনি। একবারই এর আগে গ্র্যান্ডস্লামে মুখোমুখি হয়েছেন ইতালির পাওলিনি এবং চেক প্রজাতন্ত্রের ক্রেজসিকোভা, সেই লড়াইয়ে এগিয়ে রয়েছেন ক্রেজসিকোভাই। যদিও অল ইংল্যান্ডে উলটপুরান ঘটাতেই পারেন ইতালির ২৮ বছর বয়সী টেনিস তারকা জাসমিন পাওলিনি। কিছুটা অপ্রত্যাশিতভাবেই এই দুই টেনিস খেলোয়াড় উইম্বলডন ফাইনালে উঠেছেন আরও তারকাদের ছাপিয়ে।
আরও পড়ুন-বিরাট উপেক্ষা! গম্ভীরকে কোচ করা নিয়ে হার্দিকের সঙ্গে আলোচনা, কোহলির সঙ্গে কথা বলল না বিসিসিআই
চলতি বছরটা বেশ ভালোই যাচ্ছে ইতালির টেনিস তারকা জাসমিন পাওলিনির। গত গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠার পর ঐহিত্যশালী উইম্বলডন ফাইনালেও খেলতে চলেছেন তিনি। ফরাসি ওপেনের অপূর্ণ কাজটাই সেড়ে ফেলতে চাইবেন তিনি। আসলে ২০১৮ সালের পর থেকে এই দুই খেলোয়াড় আর মুখোমুখি হয়নি, ফলে সমানে সমানে লড়াই হতে চলেছে মহিলাদের সিঙ্গলস ফাইনালে। ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে তিন সেটের লড়াইয়ে হারিয়ে উইম্বলডনের ফাইনালে প্রবেশ করলেন পাওলিনি। প্রথম সেটে সেভাবে দাঁড়াতেই পারেননি ইতালির এই টেনিস খেলোয়াড়, সেটে হারেন ৬-২ ফলে। কিন্তু পরের সেট থেকেই নিজের সেরাটা দেন, ৬-৪ ফলে ফিরে আসেন। এরপর তৃতীয় সেটে টানা লড়াইয়ের পর টাইব্রেকারে ৭-৬ (৮-১৮) ফলে ম্যাচ জিতে ফাইনালে প্রবেশ করেন পাওলিনি।
আরও পড়ুন-বিরাট নয়! বিদেশের মাটিতে এই ক্রিকেটারই হয়ে উঠতে পারে তুরুপের তাস! বলছেন গাভাসকর
অন্যদিকে ২০২১ সালের রোলা গাঁরো চ্যাম্পিয়ন বারবোরা ক্রেজসিকোভা সেমিফাইনালে হারিয়ে দেন কাজাখিস্তানের প্রতিদ্বন্দী এলিনা রাইবাকিনাকে। এক্ষেত্রে তিনিও প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন ৬-৩ ফলে। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ছন্দে ফেরেন। ৬-৩ ফলে দ্বিতীয় সেট জয়ের পর ৬-৪ ফলে তৃতীয় সেট পকেটে পোড়েন এই চেক প্রজাতন্ত্রের টেনিস খেলোয়াড়। পরিসংখ্যানে পাওলিনির তুলনায় সামান্য এগিয়ে রয়েছেন ২৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।
শনিবার সেন্টার কোর্টে রয়েছে উইম্বলডনে মহিলাদের সিঙ্গল ফাইনাল। সেই লড়াইয়ে নিজের দ্বিতীয় গ্র্যান্ডস্লামে স্বাদ পান ক্রেজসিকোভা নাকি প্রথমবার গ্র্যান্ডস্লাম জিতবেন ইতালির জাসমিন পাওলিনি, উত্তর দেবে সময়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।