বাংলা নিউজ > ময়দান > মেসির ক্লাব বার্সেলোনা কি দেউলিয়া হওয়ার পথে!

শুভব্রত মুখার্জি

ইউরোপীয় ফুটবলে ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি-সহ বিভিন্ন দেশের যে সকল ক্লাবগুলি রয়েছে তাদের মধ্যে অন্যতম শীর্ষ ধনী ক্লাব বার্সেলোনা। করোনার প্রকোপে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্বের সমস্ত ক্লাব থেকে শুরু করে সমস্ত ক্রীড়া সংস্থাগুলি। করোনার ফলে বিশালভাবে আর্থিক ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ধাক্কা সামলে উঠতে তাদের দেউলিয়া হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে এবার!

ক্লাবের শীর্ষ ফুটবলাররা আগামী সপ্তাহের মধ্যে বেতন কম নিতে রাজি না হলে দেউলিয়া ঘোষণা করা হতে পারে বার্সাকে বলে খবর স্প্যানিশ সংবাদমাধ্যমগুলিতে।

করোনার শুরুতেই একদফা ক্লাবের বেতন কাটার প্রস্তাবে রাজি হয়েছিলেন ফুটবলাররা। সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বেতন কাটা হয় ফুটবলারদের। তবে এবার ক্লাবের বেতন কমানোর প্রস্তাবে রাজি নন ক্লাবের বেশিরভাগ ফুটবলার। আর সমস্যা সেখানেই।

বার্সার বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব চলতি মাসে পেশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে এক বছরে ক্লাবের ক্ষতি ৮৮ মিলিয়ন পাউন্ড। এক বছরে তারা রাজস্ব হারিয়েছে ১২২.৫ মিলিয়ন পাউন্ড। তাদের ব্যাঙ্ক ঋণ ৪৪৩ মিলিয়ন পাউন্ড। এই কঠিন আর্থিক পরিস্থিতিতে ফুটবলারদের বিশাল অঙ্কের বেতন কাটছাঁট করে নিজেদের আপাতত বাঁচানো ছাড়া আর দ্বিতীয় কোনও উপায় নেই বার্সার সামনে। অক্টোবরের শুরু থেকেই ফুটবলারদের বেতন কাটছাঁটের প্রস্তাব দিয়ে আসছেন কর্তৃপক্ষ। ক্লাবের প্রস্তাবে রাজি নন লিওনেল মেসি, বুসকেটস, আলবা-সহ বেশিরভাগ ফুটবলাররা। খবর অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের মধ্যে ফুটবলারদেরকে বেতন কাটার প্রস্তাবে কর্তৃপক্ষ রাজি করতে না পারলে অর্থাৎ খরচের খাতা থেকে কমপক্ষে ১৭১ মিলিয়ন পাউন্ড কমাতে না পারলে ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণা করা হবে বার্সেলোনাকে।

প্রসঙ্গত লিওনেল মেসিকে এই মরশুমে ক্লাবে ধরে রাখতে প্রচুর টাকা ব্যয় করে বোনাস-বাবদ তাঁকে দিতে হয়েছে বিশাল অঙ্কের টাকা। ৫০ শতাংশ বেতন কাটার প্রস্তাবে রাজি হয়েছেন পিকে। ডি ইয়ং, স্টেগানদের ৩০ শতাংশ বেতন কাটা হবে। মহামারী বার্সেলোনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে। ক্লাব মূলত নির্ভর করে পর্যটনের ওপর কিন্তু এখন সব বন্ধ। ফলে পরিস্থিতি আর ও বেশি জটিল ও প্রতিকূল হয়েছে।

বন্ধ করুন