বাংলা নিউজ > ময়দান > 'ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী'র মতো, সর্বদা বেশি ভালো লাগে',কার্তিকের মন্তব্যে ঝড়

'ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী'র মতো। সর্বদা বেশি ভালো লাগে।' কমেন্ট্রি বক্সে দীনেশ কার্তিকের সেই মন্তব্য ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ক্রিকেটারের ধারাভাষ্যে মজেছেন। কেউ কেউ 'নারীবিদ্বেষী' মনোভাবের সমালোচনাও করেছেন।

সম্প্রতি ধারাভাষ্যের জন্য স্কাই স্পোর্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন কার্তিক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ধারাভাষ্য করেছেন। এবার ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজেও কমেন্ট্রি বক্সে তাঁর গলা শোনা যাচ্ছে। গত বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২৪১ তুলেছিল শ্রীলঙ্কা। ইংল্যান্ডের ইনিংসের জন্য সহ-ধারাভাষ্যকারের সঙ্গে টিমমেটদের ব্যাট ধার করা নিয়ে আলোচনা করছিলেন কার্তিক। ইংল্যান্ডের ইনিংসের ৩০ তম ওভারের সময় তাঁকে বলতে শোনা যায়, ‘ব্যাটসম্যানদের (নিজেদের) ব্যাট ভালো লাগার বিষয়টি একেবারেই স্বাভাবিক। অধিকাংশ ব্যাটসম্যানকেই দেখে মনে হয়, তাঁদের নিজেদের ব্যাট ভালো লাগে না। তাঁরা অন্যদের ব্যাট ভালো লাগে বা…ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী'র মতো। সর্বদা বেশি ভালো লাগে।’

সদ্য ধারাভাষ্য কেরিয়ার শুরু করা কার্তিকের সেই মন্তব্যে হতবাক হয়ে যান অনেকে। নেটিজেনদের একাংশ তাতে কৌতুকরসের প্রশংসা করেছেন। এক নেটিজেন বলেন, ‘ক্রিকেটে দীনেশ কার্তিকের সম্ভবত সবথেকে সেরা লাইন শুনে ফেললাম। হেসে হেসে মরে যাচ্ছি। ভুলে করেও বাড়ি যেও না ডিকে।’ অপর এক নেটিজেনও একইভাবে বলেন, ‘প্রতিবেশীর বউ। দীনেশ কার্তিক নির্ঘাত বাড়ি যাচ্ছেন না।’

যদিও অনেকেই কার্তিকের সেই মন্তব্যে বিরক্ত হয়েছেন। তেমনই এক নেটিজেন বলেন, ‘সবসময় ভালো ক্রিকেট ম্যাচ চলাকালীন দীনেশ কার্তিক ধারাভাষ্য শুনতে ভালো লাগে। আপনার ব্যাখ্যাও সর্বদা ঠিক হয়। কিন্তু মহিলাদের বিরুদ্ধে এই জোকসের থেকে আপনাকে ভালো করতে হবে। এরকম ঘেন্নাকর পুরুষত্বের বহিঃপ্রকাশ খেলার দুনিয়ায় কোনও জায়গা নেই।’

বন্ধ করুন