জশুয়া কিমিখের নিয়ন্ত্রিত একটা লব, তাতেই বুন্দেশলিগা খেতাব আরেকবার হাতে তোলা খুব কাছে পৌঁছে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। কিমিখের একমাত্র গোলে বরুশিয়া ডর্টমুন্ডকে ১-০ ব্যবধানে হারিয়ে দিল বায়ার্ন।
৮০ হাজার দর্শকাসন বিশিষ্ট ফাঁকা স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই গোল করেন কিমিখ। ৪৩ মিনিটে ডর্টমুন্ড গোলরক্ষক রোমান বুয়েরকির মাথার উপর দিয়ে বল চিপ করে জালে রাখেন তিনি।
এই জয়ের সুবাদে লিগে ২৮ ম্যাচে বায়ার্নের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৬৪। সমসংখ্যক ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা ডর্টমুন্ডের সংগ্রহে রয়েছে ৫৭ পয়েন্ট। লিগের ৬ ম্যাচ বাকি থাকতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বরুশিয়াকে পরিস্কার ৭ পয়েন্টে পিছনে ফেলে দিল বায়ার্ন।
সুতরাং, বুন্দেশলিগার পয়েন্ট টেবিলের দিকে তাকালে বায়ার্নের আরও একবার লিগ খেতাব ঘরে তোলা কেবল সময়ের অপেক্ষা বলে মনে হচ্ছে। গত ৭ ম্যাচে টানা জয় তুলে নেওয়া মিউনিখ এবার লিগ খেতাব জিতলে একটানা আট বার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হবে।
করোনা মহামারির পর বুন্দেশলিগাই বিশ্বের প্রথম সারির ফুটবল টুর্নামেন্ট, যা পুনরায় শুরু হয় । ফিফার নির্দেশিকা মেনে খেলা হলেও ইতিমধ্যেই সোশ্যাল ডিস্ট্যান্সিয়ের নিয়ম অমান্য করা নিয়ে বিতর্ক মাথাচাড়া দিয়েছে লিগে।