
BBL 10: দিল্লির স্কোয়াড থেকে বাদ পড়ার পরের দিনেই ঝোড়ো সেঞ্চুরি অজি তারকার
১ মিনিটে পড়ুন . Updated: 21 Jan 2021, 06:36 PM IST- ২০২১ আইপিএল নিলামের আগে তারকা উইকেটকিপার-ব্যাটসম্যানকে স্কোয়াড থেকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস।
২০২১ আইপিএল নিলামের আগে দিল্লি ক্যাপিটালস অ্যালেক্স ক্যারিকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়ার পরের দিনেই বিগ ব্যাশ লিগে দুরন্ত শতরান করলেন অজি উইকেটকিপার-ব্যাটসম্যান। ব্রিসবেনের বিরুদ্ধে অ্যাডিলেডের হয়ে ওপেন করতে নেমে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন ক্যারি।
৬২ বলের ইনিংসে অজি তারকা ১০টি চার ও ৩টি ছক্কা মারেন। মূলত ক্যারির ব্যাটে ভর করেই ব্রিসবেনকে ৮২ রানের বড় ব্যবধানে পরাজিত করে অ্যাডিলেড। উল্লেখযোগ্য বিষয় হল, ক্যারি যখন ব্যাট হাতে বাইশগজে তাণ্ডব চালাচ্ছে, তখন ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন দিল্লি কোচ রিকি পন্টিং।
অ্যাডিলেড ওভালে প্রথমে ব্যাট করে অ্যাডিলেড স্ট্রাইকার্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৯৭ রান তোলে। ক্যারির শতরান ছাড়া জ্যাক ওয়েদারল্যান্ড ৩৬, ট্রেভিস হেড ২৫ ও ফিল সল্ট ২৬ রান করেন। ল্যাবুশান ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ব্রিসবেন হিট ১৭.৩ ওভারে ১১৫ রানে অল-আউট হয়ে যায়। ল্যাবুশান ২৮, ম্যাক্স ব্রিয়ান্ট ২৫, ক্রিস লিন ১৭ ও জো ডেনলি ১৫ রান করেন। ওয়েস এগর ৪টি ও পিটার সিডল ৩টি উইকেট নেন। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ক্যারি।