বিগ ব্যাশ লিগে (বিবিএল) ফাইনালের আগে করোনাভাইরাের ধাক্কায় রীতিমতো বিপর্যস্ত ।সিডনি সিক্সার্স। সঙ্গে যোগ হয়েছে চোট। পরিস্থিতি কার্যত এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আগামিকাল (শুক্রবার) ফাইনালে প্রথম একাদশ বেছে নেওয়ার মতো খেলোয়াড়ও নেই সিক্সার্সের। সেজন্য এবার খেলোয়াড়ের ‘খোঁজ’ করতে বসলেন সিডনির ড্যান ক্রিশ্চিয়ান। সঙ্গে স্টিভ স্মিথকে খেলার অনুমতি না দেওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়াকেও কটাক্ষ ছুড়ে দেন।
বৃহস্পতিবার টুইটারে সিডনির অলরাউন্ডার বলেন, 'যাঁরা আগামিকাল রাতে ক্রিকেট খেলতে চান, মেলবোর্নের এমন যে কোনও কাউকে আহ্বান জানাচ্ছি। আমাদের দল মাঠে নামানোর মতো করোনা মুক্ত এবং ফিট ১১ জন খেলোয়াড়কে পাচ্ছে না। মার্বেল স্টেডিয়ামে (মেলবোর্নে) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট থেকে ওয়ার্ম-আপ শুরু হবে। তারপর বিনামূল্যে বিয়ার দেওয়া হবে। সম্ভবত একটা বড় কাপ থেকে। যদি আগ্রহী হন, তাহলে মেসেজ করুন।'
আগামিকাল বিবিএল ফাইনালে পার্থ স্কচার্সের বিরুদ্ধে নামতে চলেছে সিডনি। সেই ফাইনালের আগে সিডনির তিন খেলোয়াড় - জোস ফিলিপে এবং মিকি ও জ্যাক এডওয়ার্ড করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন। অধিনায়ক মোজেস এনরিকেস, ড্যানিয়েল হিউস, স্টিভেন ও'কিফ এবং জর্ডন সিল্ক আবার চোটের জন্য ফাইনালে অনিশ্চিত। সেই পরিস্থিতিতে প্রথম একাদশের খেলোয়াড় বেছে নিতে গিয়ে হাবুডুবু খাচ্ছে সিডনি। তা নিয়েই টুইট করেছেন ড্যান। তাতে পালটা এবি ডি'ভিলিয়ার্স বলেছেন, ‘আমি ইচ্ছুক। তুমি কি চার ওভার নিশ্চিত করতে পারবে?’
তারইমধ্যে সেই টুইটে ক্রিকেট অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে ড্যান বলেন, ‘কোনও টেস্ট ক্রিকেটার (চলবে না)।’ সংশ্লিষ্ট মহলের মতে, বিবিএল ফাইনালে খেলার জন্য স্মিথের আবেদন খারিজ হয়ে যাওয়ায অজি বোর্ডকে তোপ দেগেছেন ড্যান। যে স্মিথের জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে খেলার কথা ছিল। কিন্তু সেই সিরিজ বাতিল হয়ে গেলেও দু'সপ্তাহের পুরনো নিয়মের জন্য স্মিথকে বিবিএল ফাইনালে খেলার অনুমোদন দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।