নাটকীয় শেষ ওভারে রুদ্ধশ্বাস জয় সিডনি সিক্সার্সের। ব্যক্তিগত শতরান হাতছাড়া হলেও দলকে খেতাবি লড়াইয়ের টিকিট এনে দিয়ে ম্যাচের নায়ক হেডেন কের।
এসসিজি-তে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে অ্যাডিলেড স্ট্রাইকার্স। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলে। জোনাথন ওয়েলস ৪৭ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন। ৪৮ রান করেন ইয়ান। ম্যাট রেনশ ৩৬ রানে নট-আউট থেকে যান। সিয়ান অ্যাবট ২৭ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। ২১ রানে ১ উইকেট দখল করেন স্টিভ ও'কীফ।
জবাবে ব্যাট করতে নেমে সিডনি সিক্সার্স ১৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৫৬ রান তোলে। সুতরাং, জয়ের জন্য শেষ ওভারে ১২ রান দরকার ছিল সিডনির।
শেষ ওভারে হ্যারি কনওয়ের প্রথম বলে আউট হন সিয়ান অ্যাবট। দ্বিতীয় বলে রান-আউট হন বেন ডার্শিস। যদিও ১ রান আসে সেই বলে। তৃতীয় বলে ১ রান নেন সিল্ক। চতুর্থ বলে ছক্কা হাঁকান হেডেন। পঞ্চম বলে ২ রান নেন তিনি। শেষ বলে জয়ের জন্য সিডনির দরকার ছিল ২ রান। তারা আহত সিল্ককে তুলে নিয়ে নন-স্ট্রাইকার হিসেবে ব্যাট করতে নামায় জয় লেন্টনকে। শেষ বলে মিসফিল্ডের সুবাদে ৪ রান পেয়ে যান হেডেন। সিডনি ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায়।
সুতরাং, শেষ বলের থ্রিলারে অ্যাডিলেড স্ট্রাইকার্সকে ৪ উইকেটে হারিয়ে চলতি বিগ ব্যাশ লিগের ফাইনালে জায়গা করে নেয় সিডনি সিক্সার্স। ১৬ রানে জীবনদান পাওয়া হেডেন কের শেষমেশ ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫৮ বলে ৯৮ রান করে অপরাজিত থাকেন। ৪১ রান করেন অ্যাবট। ম্যাচের সেরা হয়েছেন হেডেন। খেতাবি লড়াইয়ে পারথ স্কর্চাসের মুখোমুখি হবে সিডনি সিক্সার্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।