ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সম্ভবত এই মরশুমে বিগ ব্যাশের সবথেকে ‘কমপ্লিট পারফরম্যান্স’ ব্যক্তিগত পারফরম্যান্সের সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ব্রিসবেন হিটের বিরুদ্ধে বল হাতে চার উইকেট, ব্যাট হাতে অপরাজিত ৩৭ রানের পাশপাশি এক অবিশ্বাস্য ক্যাচ নিয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন সিডনি সিক্সার্সের শন অ্যাবোট।
ম্যাচের চতুর্থ ওভারে বেন ডরশিসের বোলিং ক্রিস লিন এগিয়ে এসে জোরদার এক হাফ ড্রাইভ-হাফ কাট শট মারেন। আগুনে গতিতে সেই বল বাউন্ডারির বাইরে চলে এমনটাই প্রত্যাশ করছিলেন সকলে। তবে কভার দাঁড়িয়ে থাকা অ্যাবোট বাজপাখির মতো ছো মেরে, সম্পূর্ণভাবে শূন্য নিজের শরীর ভাসিয়ে এক হাতে সেই বল ধরে নেন। ক্রিজে হতভম্ব লিনের হাবভাব অ্যাবোটের ক্যাচটা যে কতটা অবিশ্বাস্য ছিল, তা স্পষ্টভাবে বুঝিয়ে দেয়।
বল হাতেও অ্যাবোট চার উইকেট নিয়ে হিটদের ১০৫ রানে গুটিয়ে দেন। দুই উইকেট নেন ডরশিস। ১০৬ রান তাড়া করতে নেমে হাবুডুবু খেতে হয় সিক্সার্সের। ম্যাচের শেষ বলে এক দুই উইকেটে এক লো স্কোরিং থ্রিলার জেতে সিক্সার্সরা। সেখানেও অপরাজিত ৩৭ রান (৪৩ বলে) করে দলের ব্যাটিংকে ব্যর্থতাকে ঢাকেন অ্যাবোট। নবম উইকেটে অ্যাবোটের সঙ্গে ৫৯ রানের পার্টনারশিপ গড়েন ডরশিসই। তিনি অপরাজিত থাকেন ২৩ রানে (২০ বলে)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।