বাংলা নিউজ > ময়দান > Andre Russell in BBL 12: IPL নিলামের আগে ১০৩ মিটারের ছক্কা KKR তারকা রাসেলের! বল গিয়ে পড়ল ছাদে: ভিডিয়ো

Andre Russell in BBL 12: IPL নিলামের আগে ১০৩ মিটারের ছক্কা KKR তারকা রাসেলের! বল গিয়ে পড়ল ছাদে: ভিডিয়ো

আন্দ্রে রাসেলের ছক্কা পড়ল স্টেডিয়ামের ছাদে। (ছবি সৌজন্যে গেটি ইমেজস ও ভিডিয়ো @BBL)

Andre Russell in BBL 12: বিগ ব্যাশ লিগে ৫৭ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। তিনি যখন মাঠে নামেন, তখন নয় রানে চার উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে যে ইনিংস খেলেছেন, সেজন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে। যা আইপিএল নিলামের আগে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) স্বস্তি দেবে।

আইপিএলের নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ম্যানেজমেন্টকে স্বস্তি দিলেন আন্দ্রে রাসেল। বুধবার বিগ ব্যাশ লিগে (বিবিএল) শুধু যে ১০৩ মিটারের বিশাল ছক্কা মারলেন, তাই নয়, মেলবোর্ন রেনেগেডসকে জেতালেনও কেকেআরের তারকা। ৪২ বলে ৫৭ রানের দায়িত্বশীল ইনিংসের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন।

বুধবার জিলংয়ে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ব্রিসবেন হিট। কিন্তু ব্রিসবেনের ইনিংস কখনওই ঠিক গতি পায়নি। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩৭ রান তোলে ব্রিসবেন। ৩০ বলে সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেন অধিনায়ক জিমি পেরসন। ১৯ বলে ২৫ রান করেন স্যাম বিলিংস। ম্যাট রেনশো ২৯ বলে ২৯ রান করেন। রেনেগেডসের হয়ে চারটি উইকেট পান টম রজার্স (চার ওভারে ২৩ রান)। তিনটি উইকেট নেন আকিল হোসেন (চার ওভারে ২৬ রান)।

রান তাড়া করতে নেমে জিলংয়ের কঠিন পিচে প্রবল চাপে পড়ে যায় রেনেগেডস। মাইকেল নেসারের হ্যাটট্রিকের ধাক্কায় ২.২ ওভারে চার উইকেটে নয় রানে ধুঁকতে থাকেন অ্যারন ফিঞ্চরা। বিবিএলে ফিরেই প্রথম বলেই উইকেট পান নেসার। সেই ওভারের শেষটাও উইকেট নিয়ে করেন। তারপর নিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলে দুই উইকেট তোলেন নেসার। হ্যাটট্রিক বলটা তো স্বপ্নের মতো ছিল। অফস্টাম্পের লাইনে ফুল লেংথে বলটা রাখেন নেসার। সেখানে পড়ে বলটা সোজা ভিতরে ঢুকে এলে স্টাম্প নড়িয়ে দেয়।

আরও পড়ুন: চাপ না সহ্য করতে পারলে দোকান দাও, ডিম বেচো-ফের ক্রিকেটারদের উপহাস কপিলের

কিন্তু সেই অবস্থায় রাসেল নিজের আক্রমণাত্মক রূপ ছাড়েননি। যে ওভারে নেসার হ্যাটট্রিক করেন, সেই ওভারের শেষ বলেই ১০৩ মিটারের ছক্কা মারেন রাসেল। একেবারে ট্রেডমার্ক শটে বলটা স্টেডিয়ামের ছাদে ফেলেন। লেগ স্টাম্পে হাফ-ভলি ছিল। সামনের পা এগিয়ে মিড-উইকেটের উপর ছক্কা মারেন রাসেল। যা ম্যাচের রং পালটে দেয়। নাসের যে চাপটা তৈরি করেছিলেন, তা মুহূর্তের মধ্যে কেটে যায়।

তারপর ফিঞ্চের সঙ্গে জুটি গড়ে দায়িত্বশীলভাবে খেলতে থাকেন রাসেল। ওই জুটিতে রান তোলার দায়িত্ব মূলত নিজের কাঁধেই তুলে নেন। একবার জীবনদান পেলেও ৩২ বলে অর্ধশতরান করেন। শেষপর্যন্ত ৫৭ রান করে (দুটি চার ও ছ'টি ছক্কা, স্ট্রাইক রেট ১৩৫.৭১) রাসেল যখন আউট হন, তখন রেনেগেডসের স্কোর ছিল ১৪.৩ ওভারে পাঁচ উইকেটে ৯০ রান। ফিঞ্চের সঙ্গে পঞ্চম উইকেটের জুটিতে ৭৩ বলে ৮১ রান যোগ করেন রাসেল। যিনি আউট হওয়ার পর দলের জয় নিশ্চিত করেন ফিঞ্চ (৪৩ বলে অপরাজিত ৩১ রান)।

আরও পড়ুন: LPL-এ ফের ঝোড়ো হাফ-সেঞ্চুরি KKR-এর নতুন তারার, ব্যাট হাতে IPL মাতানোর ইঙ্গিত দিলেন তরুণ ওপেনার

সেই জয়ের জন্য স্বভাবতই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রাসেল। তিনি যে নেসারের হ্যাটট্রিক স্মরণীয় করে রাখতে দেননি, সেই অস্ট্রেলিয়ান পেসার শেষপর্যন্ত চার ওভারে ৩২ রান দিয়ে চার উইকেট নেন। দুটি উইকেট পান মার্ক স্টেকেটে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.