BBL 2020: ছ'বছর পরে বিগ ব্যাশে খেলবেন স্টার্ক, খেলবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দলে
1 মিনিটে পড়ুন . Updated: 11 Nov 2020, 04:15 PM IST- ভারত-অস্ট্রেলিয়া সিরিজের পর খেলবেন।
শুভব্রত মুখার্জি
এই মুহূর্তে সারা বিশ্বে যে সকল পেসার দুনিয়ার তাবড় তাবড় ব্যাটসম্যানদের কাঁপুনি ধরিয়ে দিতে পারেন, তাঁদের অন্যতম বাঁ-হাতি দীর্ঘকায় অস্ট্রেলিয়ার বোলার মিচেল স্টার্ক। সেই তিনি দীর্ঘ ছ'বছর পর অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে খেলবেন। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্সের হয়ে খেলতে নামবেন স্টার্ক।
টি-টোয়েন্টি-সহ সবধরনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর পারফরম্যান্স ঈর্ষনীয়। টি-২০ ক্রিকেটে ৯৭ ম্যাচে ১৭.৭৮ গড়ে ১৪২ উইকেট নিয়েছেন স্টার্ক। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে স্টার্কের ইকোনমি রেট ৭.১৪।
তবে পুরো বিগ ব্যাশ খেলতে পারবেন না স্টার্ক। কারণ এবার বিগ ব্যাশ চলাকালীন ভারতের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সিরিজ শেষে বিগ ব্যাশে কয়েকটি ম্যাচ খেলবেন স্টার্ক। আগামী বছর অর্থাৎ ২০২১ সালে ১৯ জানুয়ারি শেষ হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। এই সিরিজ শেষ হওয়ার পরেই সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচ রয়েছে সিক্সার্সের। উল্লেখ্য, আগামী ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের বিগ ব্যাশ।