বাংলা নিউজ > ময়দান > BBL: ব্যাট কোথায়-বল কোথায়? তবু আউট! বিতর্কিত ক্যাচ, প্রশ্নের মুখে টিভি আম্পায়ার

BBL: ব্যাট কোথায়-বল কোথায়? তবু আউট! বিতর্কিত ক্যাচ, প্রশ্নের মুখে টিভি আম্পায়ার

বিতর্কিত ক্যাচ ঘিরে প্রশ্নের মুখে টিভি আম্পায়ার

শুক্রবারের ম্যাচে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। শুক্রবার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্সের মধ্যকার ম্যাচে জর্ডান সিল্ককে আউট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা।

অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন উঠছে। কয়েকদিন আগে মাইকেল নেসারের ক্যাচ নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়ে ছিল। এখন শুক্রবারের ম্যাচে টিভি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে। শুক্রবার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টারস ও সিডনি সিক্সার্সের মধ্যকার ম্যাচে জর্ডান সিল্ককে আউট করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ভক্তরা।

ইনিংসের শেষ ওভারে জর্ডান সিল্ক লুক উডের বলে শট খেলতে চাইলে বল চলে যায় উইকেটরক্ষকের গ্লাভসে। উইকেটরক্ষকের গ্লাভসে যাওয়ার আগেই আওয়াজ আসে, যে কারণে মেলবোর্ন স্টারসের অধিনায়ক অ্যাডাম জাম্পা এই বলের রিভিউ নেন। এরপর টিভি আম্পায়ার অনেকক্ষণ দেখার পর ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন। কিন্তু টিভি রিপ্লেতে স্পষ্ট দেখা যায় যে বল ও ব্যাটের মধ্যে বিশাল একটা ফাঁক ছিল. তারপরও আম্পায়ার ব্যাটসম্যানকে আউট দিয়েছেন। উল্লেখ্য, এর আগে মাইকেল নেসারের ক্যাচ নিয়েও বিতর্ক হয়েছিল। সেই ম্যাচেও আউট হওয়া একমাত্র ব্যাটসম্যান ছিলেন জর্ডান সিল্ক।

আরও পড়ুন… পেলের পরে চলে গেলেন আরও এক কিংবদন্তি ফুটবলার, ইতালির হয়ে খেলেছেন দুটি বিশ্বকাপ

এই ক্যাচ নিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া লিখেছেন, ‘এটাকে থার্ড আম্পায়ার কীভাবে আউট দেন? স্পাইকের সময় বল ব্যাট থেকে ৬ ইঞ্চি দূরে ছিল। বাঁ দিকের স্ক্রিনে সেটি স্পষ্ট দেখা যাচ্ছে।’ এদিকে নিউজিল্যান্ডের জিমি নিশাম বিবিএলের বিরুদ্ধে খোঁচা মেরেছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে খেলোয়াড়দের ভাষার জন্য এখানে শাস্তি দেওয়া হয় কিন্তু আম্পায়ারদের দ্বারা নেওয়া খারাপ সিদ্ধান্তকে ছেড়ে দেওয়া হয়। তিনি টুইটারে লিখেছেন, ‘আমি মনে করি প্রত্যেকেরই বিগ ব্যাশের আম্পায়ারিং ত্রুটির দিকে কম মনোযোগ দেওয়া উচিত এবং এই সিজনে মাঠে দুষ্টু কথা বলা প্রত্যেক খেলোয়াড়কে যথাযথভাবে জরিমানা করা হয়েছে। এবং সত্যিই, যদি আমরা সৎ হই, তাহলে এটাই গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন… পাকিস্তান আপত্তি করেনি- PCB প্রধানের যাবতীয় অভিযোগ খণ্ডন করল ACC

আম্পায়ারিংয়ের খারাপ সিদ্ধান্তের জন্য বিগ ব্যাশ লিগ প্রশ্নবিদ্ধ হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এই সপ্তাহের শুরুতে, মেলবোর্ন স্টারসের অধিনায়ক অ্যাডাম জাম্পা নন-স্ট্রাইকারস শেষে টম রজার্সকে রান আউট করার চেষ্টা করেছিলেন। যাইহোক, আম্পায়ার প্রথমে বোলারের সঙ্গে যুক্তি দেখান, তাকে বলেছিলেন যে তার হাত 'উল্লম্ব' - যে বিন্দুতে বলটি বোল্ড করা হয়েছে বলে মনে করা হয়।

তারপরে তিনি টিভি আম্পায়ারের সঙ্গে চেক করেন, যিনিও একই রায় দিয়েছিলেন। এইভাবে রজার্সকে একটি অবকাশ দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্ত গুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে।

 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল DA বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের! তবে এখনই হাতে আসবে না, কবে মিলবে বেশি টাকা? শনিতে ভারী বৃষ্টি চলবে, ১৬টি জেলায় জারি হলুদ সতর্কতা! সপ্তমীতেও ভাসবে বাংলা? সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পুজো, এই বছরের শুভ সময়, মন্ত্র জেনে নিন রিভিউ পিটিশন খারিজ,তফসিলি জাতি-উপজাতির উপশ্রেণিতে বাধা নেই,ফের বলল সুপ্রিম কোর্ট গলায় গভীর ক্ষত, পুণের ফ্ল্যাটে উদ্ধার প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের মৃতদেহ মিঠুন আ-নারী, মিঠুন প্রেমিক! যাঁর জন্য এক নায়িকা সই করতেন শ্রী চক্রবর্তী নামে টানা ১০ ম্যাচে হারের ধারা কাটিয়ে ভারতের বিরুদ্ধে রেকর্ড জয় নিউজিল্যান্ডের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.