বাংলা নিউজ > ময়দান > পূর্বাঞ্চল থেকে জাতীয় নির্বাচক হলেন বাংলার রণদেব বসু

পূর্বাঞ্চল থেকে জাতীয় নির্বাচক হলেন বাংলার রণদেব বসু

সৌরভের সঙ্গে রণদেব। ছবি- পিটিআই।

নতুন জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান হয়েছেন তামিলনাড়ুর প্রাক্তন অধিনায়ক শরথ শ্রীধরণ।

ভারতের জাতীয় নির্বাচক হলেন বাংলার প্রাক্তন পেসার রণদেব বসু। বিসিসিআই শুক্রবার নতুন জুনিয়র নির্বাচক কমিটির সদস্যদের নাম ঘোষণা করে। পাঁচজন নির্বাচকের তালিকায় নাম রয়েছে রণদেবের। তিনি নির্বাচকমণ্ডলীতে পূর্বাঞ্চলের প্রতিনিধি হিসেবে যোগ দিলেন।

নতুন জুনিয়র নির্বাচক কমিটির চেয়ারম্যান বেছে নেওয়া হয়েছে তামিলনাড়ুর প্রাক্তন অধিনায়ক শরথ শ্রীধরণকে। তামিলনাড়ুর প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ রঞ্জি ট্রফি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন শ্রীধরণ। ১৫ বছরের দীর্ঘ ডোমেস্টিক কেরিয়ারে ১৩৯টি ফার্স্ট ক্লাস ও ১১৬টি লিস্ট-এ ম্যাচ খেলেছেন তিনি। সব মিলিয়ে ১২ হাজারের বেশি রান সংগ্রহ করেছেন শ্রীধরণ।

অন্যদিকে রণদেব ৯১টি ফার্স্ট ক্লাস, ৮২টি লিস্ট-এ ও ১১টি টি-২০ ম্যাচ খেলেছেন। সব মিলিয়ে ৪৫৪টি উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলের শিবিরে ডাক পাওয়া ছাড়াও ভারতীয়-এ দলের হয়ে মাঠে নেমেছেন রণদেব। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএলও খেলেছেন তিনি। জায়গা পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডেও।

নতুন জুনিয়র নির্বাচক কমিটি:-
১. শরথ শ্রীধরণ (দক্ষিণাঞ্চল)- চেয়ারম্যান
২. পথিক প্যাটেল (পঞ্চিমাঞ্চল)
৩. রণদেব বসু (পূর্বাঞ্চল)
৪. কিষাণ মোহন (উত্তরাঞ্চল)
৫. হরবিন্দর সিং সোধি (মধ্যাঞ্চল)

বন্ধ করুন