বাংলা নিউজ > ময়দান > U19 Women's WC: বিশ্বজয় করা শেফালিদের জন্য মোটা টাকার পুরস্কার ঘোষণা করল BCCI

U19 Women's WC: বিশ্বজয় করা শেফালিদের জন্য মোটা টাকার পুরস্কার ঘোষণা করল BCCI

বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরে ভারতীয় দল। ছবি- বিসিসিআই টুইটার।

ICC Women's U19 T20 World Cup Champion India: অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে বিধ্বস্ত করে ভারত।

জুনিয়র ও সিনিয়র পর্যায়ে ভারতের ছেলেদের ক্রিকেট দল ইতিমধ্যেই ৮টি বিশ্বকাপ এনে দিয়েছে দেশকে। তবে মেয়েদের ক্রিকেটে এতদিন ট্রফির দেখা পায়নি ভারত। একাধিকবার ফাইনালে উঠেও হার মানতে হয় ভারতের মেয়েদের। অবশেষে মেয়েদের ক্রিকেটে ট্রফি খরা কাটল ভারতের। ইংল্যান্ডকে হারিয়ে উদ্বোধনী অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলল ভারত।

পোচেস্ট্রুমে ফাইনাল ম্য়াচে ইংল্য়ান্ডের ময়েদের একতরফাভাবে দুরমুশ করেন শেফালি বর্মারা। ইংল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠিয়ে মাত্র ৬৮ রান অল-আউট করে দেয় ভারত। জবাবে ব্য়াট করতে নেমে শেফালিরা ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৯ রান তুলে নেন এবং বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়েন।

এমন একটা বছরে ভারত মেয়েদের ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জেতে, যে বছর প্রথমবার পূর্ণ অবয়বে মেয়েদের আইপিএল আত্মপ্রকাশ করছে। সুতরাং, মেয়েদের ক্রিকেটের নবজাগরণ শুরু বলা চলে।

আরও পড়ুন:- U19 Women's WC: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে মিতালি-ঝুলনদের স্বপ্নপূরণ করলেন শেফালিরা, ভবিষ্যতের তারাদের হদিশ পেল ভারত

শেফালিদের বিশ্বকাপ জয়কে কুর্নিশ জানাতে দেরি করেনি বিসিসিআই। তারা মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করে ভারতীয় ক্রিকেট দলের জন্য। ভারত বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ঠিক পরেই সোশ্যাল মিডিয়ায় বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দেন যে, বিশ্বজয় করা ভারতীয় দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।

আরও পড়ুন:- IND vs NZ: মাঠে ফিরেই ভারতীয়দের মধ্যে এক নম্বরে চাহাল, ভেঙে দিলেন ভুবনেশ্বরের দুর্দান্ত রেকর্ড

বিসিসিআই সচিব বিশ্বকাপজয়ী ভারতীয় অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দলকে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে চলতি ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী বুধবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচটি।

কোন পথে বিশ্বচ্যাম্পিয়ন ভারত:-
১. ডি-গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
২. ডি-গ্রুপের দ্বিতীয় ম্যাচে আমিরশাহিকে ১২ রানে পরাজিত করে।
৩. ডি-গ্রুপের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৮৩ রানে হারিয়ে দেয়।
৪. সুপার সিক্সের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে পরাজিত হয়।
৫. সুপার সিক্সের ম্যাচে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে দেয়।
৬. সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে।
৭. ফাইনালে ইংল্যান্ডকে ৭ উইকেটে বিধ্বস্ত করে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন