করোনা মহামারির ধাক্কা সামলে স্বাভাবিক ছন্দে ফিরতে চলেছে ভারতের ঘরোয়া ক্রিকেট মরশুম। ২০২২-২৩ মরশুমের জন্য সোমবারই পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে বিসিসিআই। সেই সূচি অনুযায়ী এবছর ফিরতে চলেছে ঐতিহ্যশালী দলীপ ট্রফি ও ইরানি কাপ।
লাল বলের ২টি টুর্নামেন্টের পরেই খেলা হবে সাদা বলের টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি। তার পরে বসবে দেশের এক নম্বর ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফির আসর।
চলতি বছরের ৮ সেপ্টেম্বর দলীপ ট্রফি দিয়ে শুরু হবে ঘরোয়া মরশুম। শেষ হবে ২০২৩-এর ১৬ মার্চ। ছেলে ও মেয়েদের সিনিয়র-জুনিয়র টুর্নামেন্ট মিলিয়ে ১৫০০-র বেশি ম্যাচ খেলা হবে এই সময়ের মধ্যে। দলীপ ট্রফি খেলা হবে আঞ্চলিক ভিত্তিতে নক-আউট টুর্নামেন্ট হিসেবে। পূর্বাঞ্চল, পঞ্চিমাঞ্চল, উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলের সঙ্গে টুর্নামেন্টে অংশ নেবে উত্তর-পূর্বাঞ্চল।
দলীপ ট্রফি:-
কবে শুরু: ৮ সেপ্টেম্বর, ২০২২।
কবে শেষ: ২৫ সেপ্টেম্বর, ২০২২।
ফর্ম্যাট: ফার্স্ট ক্লাস (নক-আউট)।
কতগুলি দল অংশ নেবে: ৬টি।
ইরানি কাপ:-
কবে অনুষ্ঠিত হবে: ১-৫ অক্টোবর, ২০২২।
ফর্ম্যাট: ফার্স্ট ক্লাস।
সৈয়দ মুস্তাক আলি ট্রফি:-
কবে শুরু: ১১ অক্টেবর, ২০২২।
কবে শেষ: ৫ নভেম্বর, ২০২২।
কতগুলি দল অংশ নেবে: ৩৮টি।
গ্রুপ বিভাগ: ৮টি দলের তিনটি গ্রুপ এবং ৭টি দলের ২টি গ্রুপ।
ফর্ম্যাট: টি-২০ (লিগ ও নক-আউট)।
বিজয় হাজারে ট্রফি:-
কবে শুরু: ১২ নভেম্বর, ২০২২।
কবে শেষ: ২ ডিসেম্বর, ২০২২।
কতগুলি দল অংশ নেবে: ৩৮টি।
গ্রুপ বিভাগ: ৮টি দলের তিনটি গ্রুপ এবং ৭টি দলের ২টি গ্রুপ।
ফর্ম্যাট: ওয়ান ডে (লিগ ও নক-আউট)।
রঞ্জি ট্রফি:-
কবে শুরু: ১৩ ডিসেম্বর, ২০২২।
কবে শেষ: ২০ ফেব্রুয়ারি, ২০২৩।
কতগুলি দল অংশ নেবে: ৩৮টি।
গ্রুপ বিভাগ: ৮টি দলের চারটি এলিট গ্রুপ এবং ৬টি দলের ১টি প্লেট গ্রুপ।
ফর্ম্যাট: ফার্স্ট ক্লাস (লিগ ও নক-আউট)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।