বাতিল হয়ে গেল বাংলা দলের নামিবিয়া সফর। প্রাক মরশুমের প্রস্তুতি সারতে নামিবিয়ায় উড়ে যাওয়ার কথা ছিল শাহবাজ আহমেদ,আকাশ দীপদের। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অনুমতি না পাওয়ায় সেই সফর বাতিল করল বাংলা ক্রিকেট বোর্ড। এর ফলে গ্লোবালT20 নামিবিয়া টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে বাংলা।
এই টুর্নামেন্টে ভারতীয় ঘরোয়া দল ছাড়াও নামিবিয়ার জাতীয় পুরুষ দল,পিএসএল-এর লাহোর কালান্দার্সের একটি প্রতিনিধি দল এবং দক্ষিণ আফ্রিকার ঘরোয়া দলের অংশ নেওার কথা হয়েছিল। সূত্রের খবর ভারতীয় ক্রিকেটারদের ভারতের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিতে বিসিসিআই-এর অনুমতি দেয় না।সেই কারণেই বাংলাকে এই টুর্নামেন্ট খেলতে বিসিসিআই অনুমতি দেয়নি। তাই বাতিল হয়ে যায় এই সফর।
আরও পড়ুন… ধোনি কেন সাত নম্বরে নামবেন? ফের উঠল ২০১৯ বিশ্বকাপের ব্যর্থতার কথা
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চলেছে নামিবিয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু হওয়ার কথা নামিবিয়ার। তার আগেই বাংলা দলের বিরুদ্ধে প্রস্তুতি সেরে নিত নামিবিয়া ক্রিকেট দল। কিন্তু বিসিসিআই অনুমতি না দেওয়ায় তা আর হচ্ছে না।অন্যদিকে বিশ্বকাপ খেলতে যাওয়া দলের বিরুদ্ধেই খেলতে নামার কথা ছিল বাংলা দলের। কিন্তু বিসিসিআইয়ের তরফে এক চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে নামিবিয়া সফরে দলকে পাঠাতে পারবে না সিএবি।
বছর কয়েক আগে লক্ষ্মীরতন শুক্লর নেতৃত্বে প্রাক মরশুম প্রস্তুতির জন্য শ্রীলঙ্কা গিয়েছিল বাংলা দল। মুথাইয়া মুরলীধরন তখন ভিশন ২০২০ প্রকল্পে বাংলার স্পিন বোলিং কোচ। ফের প্রাক মরশুম প্রস্তুতির জন্য বিদেশ সফর পাড়ি দেওয়ার কথা ছিল বাংলা দলের। এই সফর হলে বাংলা দলের কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লরও এটা প্রথম বিদেশ সফর হত।
আরও পড়ুন… মহিলাদের ঘরোয়া ক্রিকেটের সূচি প্রকাশিত, থাকছে অনুর্ধ্ব ১৬-র ট্রফি
এদিকে বাংলা নাম তুলে নেওয়ার ফলে চাপে পড়েছেন টুর্নামেন্টের উদ্যোক্তারা। যদিও এই বিষয়ে কোন আনুষ্ঠানিক কথা বলা হয়নি। ক্রিকেট নামিবিয়া কালান্দার্স ম্যানেজমেন্টকে জানিয়েছিল যে টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী চলবে।তবে এখন চারটির পরিবর্তে তিনটি দল এই টুর্নামেন্টে অংশ নেবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।