বিসিসিআই সভাপতির পদ খোয়াতে হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যাকে, বেশ কয়েকদিন ধরে এমন খবর ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটমহলে। মঙ্গলবার সেই খবরে কার্যত সিলমোহর দেন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা। এবার আরও চমকপ্রদ খবর সামনে এল বিসিসিআইয়ে ক্ষমতার হাতবদল প্রসঙ্গে। সৌরভ গঙ্গোপাধ্যায়কে আইপিএল চেয়ারম্যানের পদে বসার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনি তা প্রত্যাখ্যান করেছেন বলেই খবর।
সৌরভের জায়গায় ১৯৮৩-র বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি বিসিসিআইয়ের পরবর্তী সভাপতি হতে চলেছেন, এখবর যে নিছক ভুয়ো নয়, তার ইঙ্গিত মিলছিল আগে থেকেই। মঙ্গলবার তিনি বোর্ড সভাপতির পদে মনোনয়ন জমা দিয়েছেন, একথা জানিয়ে দিলেন রাজীব শুক্লা।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
রাজীব শুক্লার কথাতেই স্পষ্ট হয়ে যায় যে, বোর্ডের কোন পদে বসতে চলেছেন কে। বিনি প্রেসিডেন্টের পদে, শুক্লা নিজে ভাইস প্রেসিডেন্টের পদে এবং সচিবের পদে জয় শাহ মনোনয়ন জমা দিয়েছেন। আশিস শেলার বোর্ডের কোষাধ্যক্ষের পদে মনোনয়ন জমা দিয়েছেন। এখনও পর্যন্ত তাঁদের কোনও প্রতিদ্বন্দ্বীও নেই।
যার অর্থ, কোষাধ্যক্ষের পদ খোয়াতে হচ্ছে অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমলকে। সৌরভ আইপিএল চেয়ারম্যান হতে অস্বীকার করায় অরুণ ধুমলকে দেখা যেতে পারে সেই চেয়ারে।
বিসিসিআই সূত্রের খবর, সৌরভ দ্বিতীয় দফায় বিসিসিআই সভাপতির পদে থেকে যেতে আগ্রহী ছিলেন। তবে বোর্ডের শীর্ষ পদে থাকার পরে কোনও সাব কমিটির প্রধান হতে রাজি হননি তিনি। তাই তিনি সবিনয়ে আইপিএল চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এখন দেখার যে, বিসিসিআই ছেড়ে আইসিসি চেয়ারম্যানের পদে বসতে পারেন কিনা মহারাজ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।