বাংলা নিউজ > ময়দান > কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ, খতিয়ে দেখছেন বোর্ডের এথিক্স অফিসার

কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ, খতিয়ে দেখছেন বোর্ডের এথিক্স অফিসার

বিরাট কোহলি। ছবি- টুইটার।

একই সঙ্গে একাধিক পদ আঁকড়ে থাকার অভিযোগ উঠেছে ভারত অধিনায়কের বিরুদ্ধে।

ভারতীয় ক্রিকেটে আবার স্বার্থের সংঘাতের অভিযোগ। এবার অভিযোগের আঙুল সরাসরি ভারত অধিনায়ক বিরাট কোহলির দিকে।

লোধা কমিটির প্রস্তাব অনুযায়ী গৃহীত বোর্ডের নতুন সংবিধানে স্বার্থের সংঘাতের স্পষ্ট উল্লেখ রয়েছে। একই ব্যক্তি ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত একাধিক পদে থাকতে পারবেন না, এই নিয়ম লাগু হয়েছে নতুন সংবিধান মান্যতা পাওয়ার সঙ্গে সঙ্গেই।

কোহলির বিরুদ্ধে ঠিক এই অভিযোগই তুলেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য অচিন্ত গুপ্তা। তিনি বিসিসিআইয়ের এথিক্স অফসার ডিকে জৈনকে ই-মেল পাঠিয়ে জানিয়েছেন যে, বিরাট কোহলি একই সঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের পদে রয়েছেন এবং আরও একটি সংস্থার ডিরেক্টর পদ আঁকড়ে আছেন, যে সংস্থা একাধিক ভারতীয় ক্রিকেটারের বাণিজ্যিক স্বার্থের দেখাশোনা করে।

অতীতে অচিন্ত গুপ্তা ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন। প্রায় সব ক্ষেত্রেই অভিযোগের যথার্থতা খুঁজে পাওয়া যায়নি। যদিও বোর্ডের এথিক্স অফিসার কোহলির বিরুদ্ধে ওঠা অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। 

ডিকে জৈন অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানিয়েছেন যে, তিনি অভিযোগের যথার্থতা খতিয়ে দেখবেন। যদি মনে হয় অভিযোগ মতো কোহলির অবস্থান বোর্ডের সংবিধান বিরুদ্ধ, তবে ভারত অধিনায়কের সঙ্গে এই নিয়ে কথা বলবেন তিনি।

আসলে কোহলি কর্ণারস্টোন ভেঞ্চার পার্টনার্স এলএলপি এবং বিরাট কোহলি স্পোর্টস এলএলপির ডিরেক্টর। কর্ণারস্টোন ভেঞ্চার কোহলি ছাড়াও লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্ত, উমেশ যাদব ও কুলদীপ যাদবের বাণিজ্যিক স্বার্থের দেখাশোনা করে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.